বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে তিন বিকল্প প্রস্তাব দিয়ে সাড়া পায়নি সরে দাঁড়ানো ক্লাবগুলো। তাই রোববারের (৫ অক্টোবর) মধ্যে তাদের দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেয়ার হুঁশিয়ারি এসেছে।
শনিবার মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ঢাকার একদল ক্লাব সংগঠক ও কাউন্সিলর। এ সময় প্রায় ৪৩টি ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাদের দাবি, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন বাতিল করতে হবে। এই নির্বাচনের নতুন সূচি ঘোষণারও দাবি জানান তারা।
চলমান সংকট সমাধানের জন্য দেশের ক্রিকেট সংগঠকদের তিন প্রস্তাব হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একটি অ্যাডহক কমিটির অধীনে নির্বাচন আয়োজন করা এবং বর্তমান সূচি বাতিল করে বিদ্যমান নির্বাচন কমিশন কিংবা নবগঠিত কমিশনের মাধ্যমে অবিলম্বে নতুন সূচি ঘোষণা করা, যা সব স্টেকহোল্ডারের অংশগ্রহণ নিশ্চিত করবে।
১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ও ভোটাধিকার বাতিলের জন্য হাইকোর্টে রিট করা দুঃখজনক বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন সংগঠকরা। এ নিয়ে হাইকোর্ট বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করারও ইচ্ছা পোষণ করেছেন তারা।
এই সংবাদ সম্মেলনে প্রখ্যাত ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান বাদল ও মাসুদুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি ইফতেখার রহমান মিঠু ও খালেদ মাহমুদ সুজন-ও সেখানে যোগ দেন।
এমকে/টিকে