লিগ শিরোপার খরা কাটানোর অভিযানে আরেকটি দারুণ জয় পেয়েছে আর্সেনাল। পুরো সময় আধিপত্য ধরে রেখে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ডেকলান রাইস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা।
আসরে পঞ্চম জয়ের পথে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২১টি শট নেয় আর্সেনাল, এর পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠেছে আর্সনাল। তবে দিনের শেষ ম্যাচে চেলসিকে হারাতে পারলে ফের শীর্ষে ফিরবে লিভারপুল, ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে শিরোপাধারীরা।
পজেশন ধরে রেখে আক্রমণাত্মক শুরু করে ত্রয়োদশ মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ পায় আর্সেনাল। কিন্তু ছয় গজ বক্সের মুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন এবেরেচি এজে।
২৪তম মিনিটে দ্রুত ডি-বক্সে ঢুকে বল জালে পাঠান বুকায়ো সাকা; তবে সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা ওঠে। সম্প্রতি চোট কাটিয়ে ফেরা আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোর হঠাৎ হাঁটুতে সমস্যা অনুভব করেন, তারপরও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি; কিন্তু ২৯তম মিনিটে উঠে যেতে বাধ্য হন নরওয়ের মিডফিল্ডার। একের পর এক আক্রমণের পর ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় আর্সেনাল। এজের শট গোলরক্ষক ফেরানোর পর বল চলে যায় ডি-বক্সেই অরক্ষিত রাইসের পায়ে। জোরাল শটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
বিরতির পর আর্সেনালের আক্রমণের ধার কিছুটা কমে। তবে ওয়েস্ট হ্যামও তেমন কিছু করতে পারছিল না।
৬৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ডি-বক্সে ঢুকেই ইউরিয়েন টিম্বার ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় আর্সেনাল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজেদের সেরা সুযোগটি পায় ওয়েস্ট হ্যাম। কিন্তু কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ক্যালাম মার্শাল। পুরো ম্যাচে তাদের চার প্রচেষ্টার একটিও লক্ষ্যে ছিল না।
আসরে পঞ্চম হারের হতাশায় মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে দলটি।
ইউটি/টিএ