খুলনায় পিকআপভ্যানের ধাক্কায় সেনাউল হক (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাউল হক চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়াড়ি এলাকার বাহার আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, সেনাউল হক রাস্তা পার হওয়ার সময় চুকনগরমুখী একটি মিনি পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা হাসপাতালে
দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক পিকআপচালক স্বদেশ শীলকে আটক করেছে এবং যানটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
টিজে/টিকে