আজ হলিউডের খ্যাতনামা অভিনেত্রী কেট এলিজাবেথ উইন্সলেটের ৫০ তম জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে যুক্তরাজ্যের বার্কশায়ারের রিডিং এ জন্ম নেন তিনি।
মাত্র বাইশ বছর বয়সেই উইন্সলেট হয়ে উঠেছিলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিনেত্রী, যিনি দুইবার অস্কারের মনোনয়ন পেয়েছেন। তিনি অর্জন করেন আরেকটি রেকর্ড, 'সাতবার অস্কার মনোনয়নের সম্মান'।
টেলিভিশনেই তার অভিনয়যাত্রার সূচনা, ১৯৯১ সালে বিবিসির শিশুদের বৈজ্ঞানিক কল্পকাহিনি ধারাবাহিক ডার্ক সিজনএর মাধ্যমে।
তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে - আইরিশ, ফাইন্ডিং নেভারল্যান্ড, ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড, টাইটানিক, রেভুলিউশনারি রোড ও দ্য রিডার
কেএন/টিকে