জীবনটা আসলে আয়নার মতো, আয়নায় আমি ভেংচি কাটলে আয়নাও ভেংচি কাটবে : জাহিদ হাসান

নব্বই দশকের অন্যতম খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। সেই সময় শোবিজ অঙ্গনে তিনি রাজত্ব করেছেন এবং এখনও এই শিল্পে একটি স্থায়ী স্থান ধরে রেখেছেন। নতুন প্রজন্মের সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন। সম্প্রতি ‘উৎসব’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের আবারও মুগ্ধ করেছেন এই গুণী শিল্পী।

গতকাল জন্মদিন ছিল তার । এই দিন নিজের অতীত জীবনের স্মৃতিচারণা করেছেন জাহিদ হাসান। তিনি স্মরণ করেছেন সেই সংগ্রামী দিনগুলোকে। সাধারণ মানুষের জীবনের থেকে আজকের তারকা জাহিদ হাসানের যাত্রা ছিল কঠিন, তবে সব মিলিয়ে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ একজন অভিনেতা তিনি।

জন্মদিন উপলক্ষে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কষ্টের দিনগুলোই তাকে গড়ে তুলেছে। জাহিদ হাসান মনে করেন, জীবন তাকে ভাগাভাগি করা, ছাড় দেওয়া এবং কম্প্রোমাইজ করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, 'এই জীবনে আমি দুঃখ-কষ্ট, ভালোবাসা, শ্রদ্ধা, অবহেলা ও তাচ্ছিল্য সবই পেয়েছি। সবাই কমবেশি এসব অনুভব করে। সঠিকভাবে সামলে নিতে পারলেই হয়। মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করা, ক্ষমা করা, শেয়ার করা এসবই শিখেছি এবং চেষ্টা করি তা অনুসরণ করার। অবশ্য হতাশার মুখেও পড়েছি, কিন্তু তা কাটিয়ে উঠেছি। তাচ্ছিল্য ও অবহেলার সময়েও কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়,হয় মানুষ, নয়তো একটি বই বা গান।’


সিরাজগঞ্জ থেকে আশির দশকের শেষ দিকে ঢাকায় এসে ধানমন্ডি ১৫ নম্বরে এক মেসে ওঠেন জাহিদ হাসান। চার–পাঁচজনের সঙ্গে ভাগাভাগি করে থাকতে হতো একটি ঘরে। মেসজীবনের স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, ‘মেসজীবনের শুরুতে এমনও দেখেছি যে বাথরুমে সাবান, শ্যাম্পু রেখে আসতাম, পরে আরেকজন এসে বলত, “বাথরুমে রেখে এসেছ কেন, আরেকজন তো ব্যবহার করবে।” আমি বলতাম, “করুক। সমস্যা কী?” অথচ সাবান পাতলা কাগজের মতো হয়ে যেত। শ্যাম্পু বোতলে থাকত না। তবে কষ্টের মধ্যেও একধরনের শান্তি আছে, আবার অশান্তিও আছে। জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। তাই কষ্টের পরের সুখটা আসলে অন্য রকম।’

জীবন প্রসঙ্গে জাহিদ হাসান আরো বলেন, ‘জীবনটা আসলে আয়নার মতো। আয়নায় আমি ভেংচি কাটলে আয়নাও ভেংচি কাটবে। হাসলে আয়নাও হাসবে। আবার অনেক সময় জীবনটা কাঁঠালের মতো, কোনো কিছুই ফেলনা নয়।’

জাহিদ হাসান ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’-এর মতো নাটকগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারণ দক্ষতা দেখিয়েছেন।



বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক ‘লাল নীল বেগুনি’। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিক সমূহ হল, ‘ঘুঘুর বাসা’, ‘চোর কুটুরি’, ‘একা’ ও ‘ছন্নছাড়া’। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল ‘রুমঝুম’, ‘বোকা মানুষ’, ‘ব্যবধান’, ‘স্বপ্নের গ্রহ’, ‘অপু দ্য গ্রেট’, ‘প্রাইভেট ডিটেকটিভ’ ও ‘বাউন্ডুলে এক্সপ্রেস’।

জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন। তার ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতে অসুস্থ ৪ অজি ক্রিকেটার Oct 05, 2025
img
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার Oct 05, 2025
img
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রতিনিধিত্ব করছেন ড. সবুর খান Oct 05, 2025
img
মির্জা আব্বাসের স্ত্রীকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দেবেন ছেলে ইয়াসির আব্বাস Oct 05, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট বাণিজ্য বন্ধ হবে: আকন্দ Oct 05, 2025
img
আজ ফলপ্রসূ আলোচনা হলো, আশা করি এই জাতি ভালো কিছু পাবে : শিশির মনির Oct 05, 2025
img
যৌনতার জন্যই প্রেম করেছিলাম : আনুশা Oct 05, 2025
img
মশার উৎপাতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ, করা হলো স্প্রে! Oct 05, 2025
img
শেখ হাসিনা আসছেন কয়েক সপ্তাহের মধ্যে, এ রকম প্রচার চলছে : রনি Oct 05, 2025
img
টঙ্গি থেকে উদ্ধার বাকৃবির চুরি হওয়া গবেষণার ভেড়া Oct 05, 2025
img
১ সপ্তাহে সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Oct 05, 2025
৪ মাসে বেশ কিছু সাফল্য পেয়েছি, নির্বাচন প্রতি ঘণ্টায় চেঞ্জ হয়: বুলবুল Oct 05, 2025
img
গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ Oct 05, 2025
'রাকসুর আমেজ দ্বিগুণভাবে ক্যাম্পাসে ফিরে আসবে' Oct 05, 2025
চট্টগ্রামে এখন টিভির রিপোর্টারের উপর হামলার ঘটনায় ফেনীতে মানববন্ধন Oct 05, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকার দেশের নগরাঞ্চলের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা Oct 05, 2025
img
ওটিটি পেরিয়ে এবার বড় পর্দায় আসছে মির্জাপুর Oct 05, 2025
img
ব্রাজিলের বেলেমে নভেম্বরে আয়োজিত হচ্ছে ৩০তম বিশ্ব জলবায়ু সম্মেলন Oct 05, 2025
img
বিসিবির নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন: আমিনুল ইসলাম বুলবুল Oct 05, 2025
img
উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত : মাসুদ কামাল Oct 05, 2025