টঙ্গি থেকে উদ্ধার বাকৃবির চুরি হওয়া গবেষণার ভেড়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৩টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভেড়াগুলো উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- টঙ্গি পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।

এদিন বিকেল ৩টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে চুরি হওয়া ভেড়া ও গ্রেপ্তার দুই চোরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট সংলগ্ন খামার থেকে এসব ভেড়া চুরি হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ। তিনি জানান, একটি চোরচক্র ভেড়াগুলো চুরি করে গাজীপুরের টঙ্গি এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে ৬টি ভেড়া এক ব্যক্তির কাছে এবং বাকি ৭টি ভেড়া বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়।

এসআই খালিদ জানান, তথ্য পেয়ে অভিযান চালিয়ে সেই ৬টির মধ্যে ৪টি ভেড়া উদ্ধার করা হয়েছে। বাকি দুটি মারা গেছে। অন্য ৭টি ভেড়া উদ্ধারে অভিযান চলছে। এছাড়া এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতেও তৎপরতা চলছে।

ভেড়া উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষণার দায়িত্বে থাকা বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি। তিনি বলেন, আমি খুব খুশি। এ গবেষণায় আমি গোল্ড মেডেল পেয়েছি। এই জাতের ভেড়া চর ও হাওর এলাকায় বেশ পরিচিত। উদ্ধার হওয়ায় গবেষণা কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি ভেড়ার উপর গবেষণার জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) থেকে গোল্ড মেডেল পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল মাল্টিপল ওভুলেশন এবং এমব্রায়ো ট্রান্সফার।

তিনি ২০১১ সাল থেকে ভেড়ার ভ্রূণ উৎপাদন ও ভ্রূণ স্থানান্তর বিষয়ে গবেষণা করে আসছেন। দেশে তিনিই প্রথম ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনে সফল হন। সুপার ওভুলেশনের মাধ্যমে বছরে ২৫-৩০টি উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত ভ্রূণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন তিনি।

তার এই গবেষণা দেশে আমিষের চাহিদা মেটানো এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

খেলাপি ঋণে ফাঁসছেন গ্যারান্টররা Oct 05, 2025
'জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়ানো হয়েছে থুনবার্গকে' Oct 05, 2025
রাজনৈতিক আঁতাতে উপদেষ্টাদের বিশ্বাসঘাতকতা: উদ্বিগ্ন নাহিদ ইসলাম Oct 05, 2025
img
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে প্রাণহানীর সংখ্যা বেড়ে ৪৫ Oct 05, 2025
img
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বিশাল জয়, বিদায় সিলেটের Oct 05, 2025
চাকসু নির্বাচন নিয়ে যেসব তথ্য জানালেন নির্বাচন কমিশনের সদস্য সচিব Oct 05, 2025
img
৩০ লাখের চাকরি ছেড়েছিলেন ‘ব্যাডস অব বলিউড’ তারকা! Oct 05, 2025
img
গ্রেপ্তারের সময় পরিচয়পত্র থাকতে হবে পুলিশের Oct 05, 2025
img
মহাসমারোহে বিয়ে করতে চান টেইলর সুইফট Oct 05, 2025
img
দুর্গাপূজার কার্নিভ্যালে জয়া আহসানকে অতিথি করায় বিক্ষোভ করে বিজেপি Oct 05, 2025
img
অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন, তাদের নাম প্রকাশ করা হবে: নাহিদ Oct 05, 2025
img
হোয়াইট-ওয়াশের মিশন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 05, 2025
img

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করুন, দেরিতে হাসপাতালে এলে ঝুঁকি মারাত্মক Oct 05, 2025
img
দক্ষিণ এশিয়ায় নয়, আগামী বছর থাইল্যান্ডে সাফ ফুটসাল Oct 05, 2025
img
অভিনেত্রী প্রিয়া গিল কেন শাহরুখ খানকে চড় মেরেছিলেন? Oct 05, 2025
img
অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদফতরের সমন্বিত কার্যক্রম শুরু Oct 05, 2025
img
রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস Oct 05, 2025
img
জাতীয় নির্বাচনের দিন গণভোট চাইলেন সাইফুল হক ও সাকি Oct 05, 2025
img
মাশরাফি সব সময়ই আমার কাছে মার্ভেলাস ক্যাপ্টেন থাকবেন : শবনম ফারিয়া Oct 05, 2025
img
বজ্রপাতে একদিনে ৯ জনের প্রাণহানি Oct 05, 2025