জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় দিনেও সেঞ্চুরির দেখা মিলল। সাদমান ইসলামের পর এবার শতকের তালিকায় নাম লেখালেন চট্টগ্রামের তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে সিলেটকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের ওপর তাণ্ডব চালান মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬৩ রান। মুমিনুল ১ চার ও ৩ ছক্কায় ৩২ রান করে আউট হলেও জয় ছিলেন অপ্রতিরোধ্য।
মাত্র ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৬৩ বলে ১১০ রানের এক টর্নেডো ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ৫টি চারের পাশাপাশি দৃষ্টিনন্দন ৯টি ছক্কার মার। শেষদিকে ইরফান শুক্কুরের ২২ বলে ৪১ রানের ক্যামিওতে চট্টগ্রাম ৬ উইকেটে ২১৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। সিলেটের পক্ষে তোফায়েল আহমেদ ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। অমিত হাসান (৪০) ও আবু জায়েদ রাহী (৩৭) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৬৬ থেকে ৭৯, মাত্র ১৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১১৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
চট্টগ্রামের হয়ে মোহাম্মদ রুবেল ৩টি এবং আহমেদ শরীফ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল সিলেটের।
আইকে/টিকে