আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এই দুই ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তারা। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য থিয়াগো আলমাদা।
আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানিয়েছে, ডান পায়ের পেশির চোটে ভুগছেন আলমাদা। ফলে কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই কারণে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই লেফট উইঙ্গার।
চোটটা আগেই পেয়েছিলেন আলমাদা। গত ৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আঘাত পান তিনি। ৩-০ গোলে জেতা ওই ম্যাচের ৮১ মিনিটে তাকে তুলে নেন স্কালোনি। এরপর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি।
ক্লাবে ফিরে যাওয়ার পরও সেরে উঠতে পারেননি আলমাদা। আতলেতিকো মাদ্রিদের হয়ে শেষ ছয়টি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। লা লিগার ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, রায়ো ভায়েকানো ও মায়োর্কার বিপক্ষে ম্যাচসহ চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষেও ছিলেন না স্কোয়াডে।
আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলোতে মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে আলমাদা হয়ে উঠেছিলেন স্কালোনির নির্ভরতার নাম। উরুগুয়ে, ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে নজর কাড়েন তিনি।
আলমাদাকে ছাড়াই ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলমাদার অনুপস্থিতিতে দলে তরুণদের উপর ভরসা রাখতে পারেন স্কালোনি। আক্রমণভাগে পরিবর্তনের পাশাপাশি মাঝমাঠেও পরীক্ষা-নিরীক্ষা দেখা যেতে পারে।
তার জায়গায় নিকোলাস পাজ কিংবা জিওভানি লো সেলসোকে দেখা যেতে পারে শুরুর একাদশে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও স্কোয়াডে থাকছেন।
এবি/টিকে