পপ তারকা টেইলর সুইফটের ক্যারিয়ার ও সম্পর্কে এখন সু-বাতাস বইছে। সম্প্রতি তার ১২তম স্টুডিও অ্যালব্যাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটি একের পর এক তার নিজের রেকর্ড ভাঙছে।
ভক্তদের মাঝেও দুর্দান্ত সাড়া ফেলেছে। এর মধ্যেই জানালেন প্রেমিক ট্র্যাভিস কেলসের সঙ্গে বিয়ের তার পরিকল্পনাও। অনুষ্ঠানটি এতই জাঁকজমকপূর্ণ হবে যে ‘অতিথি’ হিসেবে বাদ পড়বেন না কোনো কাছের মানুষ।
আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সাথে ২০২৩ সাল থেকে টেলর সুইফটের সম্পর্ক। এই প্রেমিক জুটি চলতি বছরের আগস্টে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম পোস্টে বাগদানের ঘোষণা দেন।
এখন জানাচ্ছেন, খুব শিগগিরই খেলাধুলা এবং বিনোদন জগতের সবচেয়ে হাই-প্রোফাইল এই জুটি গাঁটছড়া বাঁধতে চলেছেন। গত ৩ অক্টোবর একটি শো-তে ‘ধুমধাম’ করে বিয়ে করার পরিকল্পনা জানালেন এই তারকা।
এমনকি শো-এর উপস্থাপক নর্টন যখন জানতে চান ২০২৬ কি বিয়ের বছর হবে? এর উত্তরে মজার ছলে সুইফট বলেন, অবশ্যই জানতে পারবেন। কারণ তার অতিথির তালিকায় নর্টনকেও আমন্ত্রণ জানাবেন তিনি।
মার্কিন এই পপ তারকা বিয়ের অতিথির তালিকা নিয়ে কোনো চাপ নিতে চান না। চিন্তাভাবনা ছাড়াই সব পরিচিতকে নিমন্ত্রণ জানাতে চান। টেইলর মনে করেন সীমিত সংখ্যক লোকের উপস্থিতি বিয়ের অনুষ্ঠান চাপযুক্ত হয়। সেই অনুষ্ঠানটিকে অসুন্দরও করে তোলে ।
গায়িকা স্বীকার করেন, কেলসের সঙ্গে সম্পর্কের আগে বিয়ের নিয়ে তার দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিলো। তিনি কখনই রূপকথার মতো করে বিয়ের কল্পনাও করেননি।
সুইফট আরও বলেন, অনেকেই ভাববে আমি বিযয়ে নিয়ে অনেক ভেবেছি বা বিষয়টি নিয়ে মগ্ন ছিলাম। একদমই না, আসলে আমি কী করব বা কী চাইব তা নিয়ে কখনই ভাবিনি যতক্ষণ না কেলসের মতো চমৎকার ব্যক্তির সাথে দেখা করি।
সম্প্রতি টেইলর সুইফটের স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ শুক্রবার (৩ অক্টোবর) প্রচারণামূলক রিলিজ পেয়েছে এবং স্পটিফাই স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রি-সেভ করা অ্যালবাম হিসেবে বিবেচিত হয়েছে।
সুইফট তার বিয়ের পরিকল্পনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছেন। তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ এর প্রচারণামূলক পর্ব শেষ হওয়ার পরে সেদিকে নজর দিবেন।
‘আমি এখন অ্যালবামের কাজ করছি এবং তারপর আমার বিয়ের পরিকল্পনার দিকে যাব। যেটা নিয়ে আমি খুবই উত্তেজিত’ বলেন সুইফট।
এমকে/টিকে