বছর দশেক আগে টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন। ‘ওয়ারিয়র হাই’ দিয়ে শুরু, এরপর পরদেশ মে হ্যায় মেরা দিল, পোরাস-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান লক্ষ্য লালওয়ানি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া শাহরুখপুত্র আরিয়ান খানের অভিষেক সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে তুমুল আলোচনায় লক্ষ্য লালওয়ানি। যিনি এর আগে গেল বছর ‘কিল’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন।
নানা বাধা পেরিয়ে বড় পর্দায় আগমন সহজ ছিল না লক্ষ্যের জন্য। ‘কিল’ সিনেমা মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এক সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখার, আর সেই কারণে দৈনিক ভিত্তিতে বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক পাওয়া টেলিভিশন সিরিজের চাকরি থেকে নিজেকে সরিয়ে নেন।
টেলিভিশনে অভিনয়ের পর ২০১৯ সালে করণ জোহরের ধর্মা প্রডাকশনের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি স্বাক্ষর করেন লক্ষ্য লালওয়ানি।
সেসময় ‘দোস্তানা ২’ দিয়ে কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে তার অভিষেকের কথা থাকলেও সিনেমার শুটিং শুরু হওয়ার পর করোনা মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’-এ কাজের কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়। তার আর বড় পর্দায় অভিষেক ঘটেনি। এরপর ২০২৪ সালে একই প্রডাকশন থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কিল’ সিনেমা, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।
অভিষেক সিনেমা দিয়েই বাজিমাত করেন লক্ষ্য।
জানা গেছে, সিনেমায় আসার আগে প্রতিদিন ১৫ হাজার রুপি আয় করতেন, এমন একটি চাকরি ছেড়ে দেন লক্ষ্য, অনেকের কাছে যা স্বপ্নের থেকেও বেশি! কিন্তু তার স্বপ্ন ছিল পর্দার আলোয় নিজেকে খুঁজে পাওয়া, আর সেই স্বপ্নের টানেই তিনি বেছে নেন অনিশ্চয়তার পথ।
গত বছর রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব শো-তে হাজির হয়ে কথা বলার সময় বাবা রমেশ লালওয়ানির একটি মন্তব্যের উল্লেখ করেন লক্ষ্য, ‘বাবা বলেছিলেন, তুমি প্রতিদিন যত টাকা আয় করো, সেটাই আমার মাসিক বেতন।’
এই শোতে রণবীর জানান, তিনি একবার চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানির সঙ্গে দেখা করেছিলেন। তৌরানি বিস্মিত হয়ে বলেছিলেন, ‘লক্ষ্যকে জিজ্ঞেস করো, কিভাবে ও সাহস পেল ৩০ লাখ মাসিক আয় করা চাকরি ছেড়ে সিনেমাকে বেছে নিতে?’ সে সময় লক্ষ্য হেসে উত্তর দেন, ‘আমি জানি না! টেলিভিশনে সিস্টেমটা দৈনিক ভিত্তিতে চলে।
আমরা প্রতিদিন ১৫ হাজার, ২০ হাজার ২৫ হাজারের মতো পারিশ্রমিক পেতাম। তখন আমার রেট বেশ ভালোই ছিল।’
তিনি আরো বলেন, ‘পৌরস’ সিরিয়াল শেষ হওয়ার সময় তিনি বাবাকে ফোন করে জানান, ‘আমি নতুন একটা শো পাচ্ছি, ওরা আমাকে প্রতিদিন এত টাকা দিতে চায়।’ তার বাবা, একজন মধ্যবিত্ত মানুষ, সোজাসাপ্টা বলেন, ‘নিয়ে নাও! তুমি প্রতিদিন যত পাচ্ছো, সেটা আমার মাসিক বেতন। সমস্যা কোথায়?’
প্রসঙ্গত, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ লক্ষ্য লালওয়ানি ছাড়া আরো অভিনয় করেছেন ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মনোজ পাহওয়া, মোনা সিং এবং মণীশ চৌধুরী প্রমুখ। এদিকে লক্ষ্যকে আগামীতে দেখা যাবে বিবেক সোনির ‘চাঁদ মেরা দিল’ ছবিতে। এতে তার বিপরীতে থাকবেন অনন্যা পাণ্ডে।
এবি/টিকে