দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের এক নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) এ বহিষ্কাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত ওই নেতার নাম এনামুল হক। তিনি নাটোরের বড়াইগ্রাম শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী বড়াইগ্রাম শহর শাখার দায়িত্বশীল পদে থেকে বড়াইগ্রাম শহর শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হককে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বলেন, ‘যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা আমি দেখেছি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি।
তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।’
নাটোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে আমরা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করেছি।’
এ ব্যাপারে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলব। এখন কিছু বলতে পারছি না।
আইকে/টিকে