তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপের চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁর ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল দিতে পারেনি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
হোম এ্যান্ড এ্যাওয়ে ভিক্তিতে পরবর্তী ম্যাচে নওগাঁয় দুই দল দ্বিতীয় লেগের ম্যাচে মোকাবেলা করবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের এর আগের ম্যাচে কুষ্টিয়া জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক সহ-অধিনায়ক নাসিরুল ইসলাম।
এসময় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবি/টিকে