সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকের আলি অনিক। আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচে ব্যর্থ হন এই টাইগার অধিনায়ক। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই আলোচনার কেন্দ্রে জাকের।
তবে নিজের সমালোচনা প্রসঙ্গে মুখ বন্ধ রাখছেন জাকের আলী অনিক। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কিছু বলার নেই।’ কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘ভালো লাগছে।’
দলের সবাইকে কৃতিত্ব দিয়ে জাকের আরও বলেছেন, ‘প্রথমে ক্লিয়ার করি, আমি ম্যাচ জিতাইনি। সবার এফোর্টে খেলা জিতেছি। এখানে আমাকে ক্রেডিট দেওয়ার কিছু নেই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সুন্দরভাবে ফুলফিল করার চেষ্টা করেছি। লিটনদা (দাস) ছিল না, উনার এবসেন্সে আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব প্লেয়ারদের। তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক ভালো করেছে।’
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ ছিল সেটারও প্রস্তুতি। এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘খুব ভালো প্রস্তুতি। কোচিং স্টাফও সেভাবেই আগাচ্ছে। বিশ্বকাপের আগে ৬ টি-টোয়েন্টি ম্যাচ আছে। কীভাবে প্লেয়াররা রেডি হতে পারে সবাই এভাবেই প্ল্যান করে এগোচ্ছি।’
এবি/টিকে