গাজা যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট সবাইকে ‘দ্রুত পদক্ষেপ নিতে’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারীরা একত্রিত হলে গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় জড়িত সবাইকে দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার তিনি এ আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) মিশরে শুরু হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা।
ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানিয়েছে হামাস, যার মধ্যে জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের বিষয় রয়েছে। তবে নিরস্ত্রীকরণসহ কয়েকটি ইস্যুতে এখনো আলোচনা বাকি।
সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘আলোচনাগুলো খুব সফল হয়েছে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে বলছি, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ; না হলে ব্যাপক রক্তপাত ঘটবে।’
এদিকে, ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ট্রাম্পের ২০-দফা পরিকল্পনায় যুদ্ধের তাৎক্ষণিক অবসান এবং শত শত ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে।
কেএন/টিকে