রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দের জন্য টাকা জমাদানের তিনটি রশিদ আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার তিন কর্মকর্তা।
সোমবার (০৬ অক্টোবর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ আদালতে সাক্ষ্য প্রদানের সময় এসব নথি দাখিল করেন তারা।
এ নিয়ে তিন মামলায় মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
নিয়মবহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
এর আগে সাক্ষীরা আদালতকে জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবি/টিকে