শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জাতীয় দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে। এশিয়া কাপে ব্যর্থতার পর ইংল্যান্ডের অভিজ্ঞ কোচ জুলিয়ান উডকে নতুন ব্যাটিং কোচ হিসেবে এবং নিউজিল্যান্ডের রেনে ফার্ডিনান্ডসকে নতুন স্পিন-বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।
উড এক বছরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি থিলিনা কন্দাম্বির স্থলাভিষিক্ত হয়েছেন।
২০২৩ সালের ডিসেম্বর থেকে এই দায়িত্বে ছিলেন কন্দাম্বি।
উড আধুনিক ক্রিকেটে পাওয়ার-হিটিং কোচ হিসেবে পরিচিত। এর আগে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) -এর সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস, হ্যাম্পশায়ার, গ্লুচেস্টারশায়ার এবং মিডলসেক্স দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
সর্বশেষ বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে এক মাস কাজ করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘উড ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডসহ একাধিক ইংলিশ কাউন্টি দলের সঙ্গে কাজ করেছেন। তার অভিজ্ঞতা ও আধুনিক পাওয়ার-হিটিং কোচিং পদ্ধতি শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটে নতুন দিগন্ত খুলবে।’
অন্যদিকে, রেনে ফার্ডিনান্ডসকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে।
তিনি শ্রীলঙ্কার স্পিন বোলিং উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধান করবেন।
তিনি পূর্বে নিউজিল্যান্ড ক্রিকেটে বায়োমেকানিক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং ভারতের বিসিসিআই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও পারফরম্যান্স অ্যানালাইসিস ও ইনজুরি প্রিভেনশন প্রোগ্রাম পরিচালনা করেছেন।
শ্রীলঙ্কা দল এই পরিবর্তনগুলো এনেছে সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবং ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় এসএলসি।
টিজে/টিকে