শেখ পরিবারসহ ১১ গ্রুপের পাচার অর্থ ফেরাতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিযুক্ত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলো চুক্তি করবে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এক বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া ইসলামী বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান বলেন, আমরা আন্তর্জাতিক ল’-ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান (মোট ১২টি) এনগেজ করলে তারা টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারবে। কিছু ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করবে; একাধিক ব্যাংক মিলে কনসোর্টিয়াম গঠন করা হবে এবং বাইরের কোম্পানিগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করা হবে। এরপর দেখা হবে সেই টাকা কীভাবে ডিপোজিট করা সম্ভব। 

ওমর ফারুক আরও জানান, স্পেশাল সিআইডি (SPAR CID) প্রাথমিকভাবে মোট ১১টি স্থানীয় শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করেছে-এর মধ্যে বেসরকারি খাতের নামগুলো হলো: বসুন্ধরা, নাসা, এস আলম ইত্যাদি। 

তিনি বলেন, এনডিএ (গোপনীয়তার চুক্তি) করে আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করবো। কিছু মিনি এনবিএল ইতোমধ্যে এসেছে এবং ইউসুবিল শতকরা এক-দুটি অ্যাডভান্স এসেছে। মূল উদ্দেশ্য হলো-বাংলাদেশ থেকে যেগুলো টাকা গিয়েছে সেগুলো রিকভার করা।

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, এ প্রকল্পে কোনো নির্দিষ্ট ব্যাংকের পরামর্শ নেয়া হয়নি; এটি একটি ‘টোটাল ব্যাঙ্কিং’ কনসেপ্ট যেখানে বহু ব্যাংককে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল। সভায় মোট প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, যা প্রায় ৩০টি সংস্থার সঙ্গে আলাপচারিতার ইঙ্গিত দেয়।

পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংক মানি-লন্ডারিং সংক্রান্ত প্রেক্ষাপটে ওই ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে; এসব প্রতিষ্ঠানকে এনডিএ করে ফরেন অ্যাসেট রিকভারি কাজ করতে বলা হবে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তালিকায় রয়েছেন- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, সামিট প্রভৃতি। এসব গোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থের কিছু অংশ সুবিধাভোগী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছে বলে অভিযোগ আছে বলে জানা যায়।

পাচারকৃত অর্থ উদ্ধারে আগে কাজ করা আন্তর্জাতিক চারটি সংস্থার নামও উল্লেখ করা হয়েছে-দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (STAR), ইন্টারন্যাশনাল অ্যান্টি-কোরাপশন কোঅর্ডিনেশন সেন্টার (IACCC), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (ICAR)। 

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সংস্থা তথ্য আহরণে সফলতা পেয়েছে এবং এখন আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন অবিলম্বে ওই ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এনটিআর ও প্রাশান্ত নীলের ‘ড্রাগন’ মুক্তির আগেই ভাঙছে রেকর্ড Oct 06, 2025
img
বিচার দৃশ্যমান না হলে জনগণ নির্বাচন মানবে না : সারজিস Oct 06, 2025
img
‘নয়া নাবেলি’-তে কৃতি স্যানন জায়গায় ইয়ামি গৌতম Oct 06, 2025
img
রনবীর ও হিরানির নতুন প্রজেক্ট স্থগিত, মুক্তি ২০২৭-এ Oct 06, 2025
শিবিরের ইশতেহারে যে বিষয়গুলো প্রাধান্য পাবে তা জানালেন শিবিরের এজিএস পদপ্রার্থী Oct 06, 2025
img
‘ওয়ার ২’-এর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে হৃতিকের স্বীকারোক্তি Oct 06, 2025
img
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ Oct 06, 2025
img
তিন দিনে আয় ১৮৫ কোটি, বক্স অফিসে ঝড় ‘কান্তারা’-র Oct 06, 2025
img
দক্ষিণের রিমেক সিনেমায় একসঙ্গে ঋতী ইয়াশবর্ধন Oct 06, 2025
img
বিএনপি ৫০-১০০ আসনের বেশি যাবে না, এনসিপির ১৫০ আসনে জয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 06, 2025
img
জাহ্নবী কাপুর ও সানিয়া মালহোত্রার কমেডি দৃশ্য ভাইরাল Oct 06, 2025
img
‘রামায়ণ’-এর জন্য ২০ কোটি রুপি নিচ্ছেন সাই পল্লবী Oct 06, 2025
img
কাহো না কাহো-র আরবী সংস্করণে ভাইরাল মল্লিকা শেরাওয়াত Oct 06, 2025
img
অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি : তারেক রহমান Oct 06, 2025
img
সামান্থা রুথ প্রাভুর প্রযোজনায় শুরু হচ্ছে ‘মা ইনতি বাঙ্গারাম’ Oct 06, 2025
img
প্রথম সাক্ষাতেই মুগ্ধ হয়েছিলাম আরিয়ানের আচরণে: সাহের Oct 06, 2025
বিসিবি নির্বাচন বর্জন করলেন দেবব্রত পাল Oct 06, 2025
সাদিক এগ্রোতে হঠাৎ বহুতল নির্মাণ, উঠছে নানা প্রশ্ন Oct 06, 2025
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি ভোটারদের প্রস্তুতি Oct 06, 2025
মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ? আদালতে দীপু মনির প্রশ্ন Oct 06, 2025