টেলিগ্রাম অভিনেতা এনটিআর এবং কেজিএফ পরিচালক প্রাশান্ত নীলের আসন্ন অ্যাকশন চলচ্চিত্র, প্রাথমিক শিরোনাম ‘ড্রাগন’, মুক্তির আগেই নতুন বাণিজ্যিক রেকর্ড স্থাপন করছে। চলচ্চিত্রটির সিডেড রাইটস মাত্রে ৩৫ কোটি টাকা মূল্যে বিক্রি হয়েছে, যা রেকর্ড হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ, শুধুমাত্র আরআরআর-এর পরে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে মিথ্রি মুভি মেকার্স এবং এনটিআর আর্টস, যেখানে নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন রুকমিনি ভাসান্থ। প্রাশান্ত নীলের প্রযোজনা সংক্রান্ত অংশীদারিত্বে ৫০ শতাংশ মুনাফা নিশ্চিত করা হয়েছে, বাকি ভাগ প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভাগ করা হবে।
উত্তর আমেরিকার রাইটস বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়, যা এনটিআরের প্যান-ইন্ডিয়া এবং বৈশ্বিক জনপ্রিয়তা প্রমাণ করছে। গল্পের মহত্ত্ব ফুটিয়ে তোলার জন্য নির্মাণ করা হয়েছে ১৫ কোটি টাকার হাউস সেট, যা চলচ্চিত্রের ভিজ্যুয়াল গ্র্যান্ডার বৃদ্ধি করবে।
চলচ্চিত্রটি ২৫ জুন ২০২৬ মুক্তি পেতে যাচ্ছে। সমালোচক এবং দর্শকরা প্রত্যাশা করছেন, ‘ড্রাগন’ সিনেমাটিক স্কেল এবং বক্স অফিস রেকর্ড উভয় ক্ষেত্রেই নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। টিম এনটিআর-নীল থেকে পরবর্তী আপডেটের জন্য ফ্যানরা উত্সাহের সঙ্গে গণনা করছে।
এমকে/টিকে