ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। ছোট বড় সবাই এই অ্যাপটি ব্যবহার করেন। আর সেজন্য গ্রাহকদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থাটি।
এবারও ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ খবর নিয়ে এসেছে তারা।
অ্যাপটি ব্যবহারে আর প্রয়োজন পড়বে মোবাইল নম্বরের! ভাবছেন, ব্যাপারটা ঠিক কী? মেটার সূত্র জানিয়েছে, আগামীতে মোবাইল নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে।
মেটা সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এই ফিচারের নিয়ে আসার ভাবনা। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে মোবাইল নম্বর থাকা আবশ্যক।
তবে আগামীতে আর এর প্রয়োজন পড়বে না!
জানা গেছে, ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ।
অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বিটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এই ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা—সব কিছুতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ।
তাই অ্যাপকে আরো আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা।
কয়েকদিন আগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থা। এবার যে কোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘ট্রান্সলেট’ অপশন।
তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে অনুবাদ।
আইকে/টিকে