জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা, বহুমাত্রিক চরিত্রে ফের শক্তিশালী উপস্থিতি
মোজো ডেস্ক 09:29PM, Oct 06, 2025
ভারতের চলচ্চিত্র জগতে আবারও প্রমাণ করে দিয়েছেন কেন তিনি এককভাবে বহুমাত্রিক নায়িকা হিসেবে আলাদা। জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা শিগগিরই মুক্তি পেতে যাওয়া দুই চলচ্চিত্র ‘থম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’-এ তার অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের মন জয় করতে যাচ্ছেন।
রাশমিকা মান্দানা ইতিমধ্যেই তেলেগু, তামিল এবং হিন্দি সিনেমা-তে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন। এবার তিনি সম্পূর্ণ ভিন্ন ধারার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
‘থম্মা’, ভারতের প্রথম ভ্যাম্পায়ার ফ্যান্টাসি থ্রিলার, যেখানে তার সহশিল্পী আছেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে ‘দ্য গার্লফ্রেন্ড’-এ তিনি অভিনয় করছেন একটি গভীর আবেগপূর্ণ এবং স্তরযুক্ত চরিত্রে, যা আধুনিক সম্পর্কের নতুন দিকগুলো দর্শকের সামনে তুলে ধরবে।
রোমান্স, অ্যাকশন এবং তীব্র নাটকের মধ্যে নির্বিঘ্নে স্থান পরিবর্তন করতে পারার কারণে রশ্মিকা তার প্রতিভার বহুমাত্রিকতা প্রমাণ করেছেন। তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন এবং নিজেকে প্যান-ইন্ডিয়া শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন চলচ্চিত্রগুলো শুধু দর্শককে কৌতূহল জাগাবে না, বরং সমকালীন চলচ্চিত্রে একজন সত্যিকারের বহুমাত্রিক তারকা হিসেবে তার অবস্থান আরও দৃঢ় করবে।