স্বেচ্ছায় জবানবন্দি দেননি রাজসাক্ষী মামুন, দাবি হাসিনার আইনজীবীর

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। তাকে প্ররোচিত করা হয়েছে। এমনটিই দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরার সময় এমন দাবি করেন তিনি। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ৫৪তম বা সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এই তদন্ত কর্মকর্তা।

সাক্ষীর উদ্দেশে আমির হোসেন বলেন, আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাননি। বরং আমার মক্কেল শেখ হাসিনা ও কামালকে ফাঁসাতে আপনি ও তদন্ত সংস্থার অন্য সদস্যদের প্ররোচনায় তিনি এ কাজটি করেছিলেন। জবাবে এসব সত্য নয় বলে জানান তদন্ত কর্মকর্তা আলমগীর। তিনি বলেন, নিজের ইচ্ছায় জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আমি বা তদন্ত সংস্থার অন্যান্য সদস্য কোনো ধরনের প্ররোচনা দেইনি।

শেখ হাসিনার এই আইনজীবীর ভাষ্যমতে, জুলাই-আগস্ট আন্দোলনে বহু সংখ্যক মানুষ নিহত-আহত হয়েছেন। কিন্তু জবানবন্দি রেকর্ড করা হয়েছে গুটিকয়েক ভুক্তভোগী পরিবারের। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, প্রায় ১৫০০ জন নিহত ও ২৫ হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের সব পরিবারের সঙ্গে কথা বলতে পারিনি। তবে অনেকের সঙ্গে বলেছি। এর মধ্যে শহীদ পরিবারের ১০ জন এবং আহত পরিবারের ২২ জনকে জিজ্ঞাসাবাদ করেছি।

একপর্যায়ে এ মামলায় দাখিলকৃত জব্দ তালিকার তথ্যগুলো অসত্য বলে দাবি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। জবাবে এটা সত্য নয় বলে জানান তদন্ত কর্মকর্তা।

এছাড়া, আমার দেশ পত্রিকায় অসত্য প্রতিবেদন ছাপানো হয়েছে অভিযোগ তুলে সাক্ষীকে প্রশ্ন করেন এই আইনজীবী। কেননা, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন মাহমুদুর রহমান। এজন্য শত্রুতাবশত শেখ হাসিনার বিরুদ্ধে তিনি এ কাজ করেছেন। একইসঙ্গে ২০ ও ২১ এপ্রিল জব্দকৃত মোট ১৯টি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি বলেও দাবি করেন তিনি।

জবাবে এসব সত্য নয় বলে জানান তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি বলেন, এসব ভিডিও এআই জেনারেটেড ছিল না।

এদিন বেলা পৌনে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা চলে। মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। তবে জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। অবশিষ্ট জেরা আগামীকাল অনুষ্ঠিত হবে। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তানভীর হাসান জোহা, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যরা।

এদিকে, এ মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজও ট্রাইব্যুনালে আনা হয়েছে। ৩৬ নম্বর সাক্ষী হিসেবে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন তিনি। তবে নিজের দায় স্বীকার করে আগেই হয়েছেন রাজসাক্ষী।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এনটিআর ও প্রাশান্ত নীলের ‘ড্রাগন’ মুক্তির আগেই ভাঙছে রেকর্ড Oct 06, 2025
img
বিচার দৃশ্যমান না হলে জনগণ নির্বাচন মানবে না : সারজিস Oct 06, 2025
img
‘নয়া নাবেলি’-তে কৃতি স্যাননের জায়গায় ইয়ামি গৌতম Oct 06, 2025
img
রনবীর ও হিরানির নতুন প্রজেক্ট স্থগিত, মুক্তি ২০২৭-এ Oct 06, 2025
শিবিরের ইশতেহারে যে বিষয়গুলো প্রাধান্য পাবে তা জানালেন শিবিরের এজিএস পদপ্রার্থী Oct 06, 2025
img
‘ওয়ার ২’-এর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে হৃতিকের স্বীকারোক্তি Oct 06, 2025
img
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ Oct 06, 2025
img
তিন দিনে আয় ১৮৫ কোটি, বক্স অফিসে ঝড় ‘কান্তারা’-র Oct 06, 2025
img
দক্ষিণের রিমেক সিনেমায় একসঙ্গে ঋতী ইয়াশবর্ধন Oct 06, 2025
img
বিএনপি ৫০-১০০ আসনের বেশি যাবে না, এনসিপির ১৫০ আসনে জয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 06, 2025
img
জাহ্নবী কাপুর ও সানিয়া মালহোত্রার কমেডি দৃশ্য ভাইরাল Oct 06, 2025
img
‘রামায়ণ’-এর জন্য ২০ কোটি রুপি নিচ্ছেন সাই পল্লবী Oct 06, 2025
img
কাহো না কাহো-র আরবী সংস্করণে ভাইরাল মল্লিকা শেরাওয়াত Oct 06, 2025
img
অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি : তারেক রহমান Oct 06, 2025
img
সামান্থা রুথ প্রাভুর প্রযোজনায় শুরু হচ্ছে ‘মা ইনতি বাঙ্গারাম’ Oct 06, 2025
img
প্রথম সাক্ষাতেই মুগ্ধ হয়েছিলাম আরিয়ানের আচরণে: সাহের Oct 06, 2025
বিসিবি নির্বাচন বর্জন করলেন দেবব্রত পাল Oct 06, 2025
সাদিক এগ্রোতে হঠাৎ বহুতল নির্মাণ, উঠছে নানা প্রশ্ন Oct 06, 2025
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি ভোটারদের প্রস্তুতি Oct 06, 2025
মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ? আদালতে দীপু মনির প্রশ্ন Oct 06, 2025