‘প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানো হবে। প্রয়োজনে যা আরও বাড়াবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় সাতশ টাকা। আমাদের প্রত্যাশা অনেক। আমাদের ধারণা ভোট অনেক আসবে। কত হবে জানি না। প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট পেপার ছাপিয়ে রাখব। রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে পরবর্তী ধাপে যাবো।
এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেওয়া হবে। এজন্য প্রবাসীদের প্রথমে ইসির ‘পোস্টাল ভোট বিডি’ নামক অ্যাপে নিবন্ধন করতে হবে। এরপর সে অনুযায়ী ডাক যোগে কমিশন ভোটারের কাছে ব্যালট পাঠিয়ে দেবে। এক্ষেত্রে দেশের ভোটারদের আগেই অর্থাৎ প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরপরই প্রবাসী তার ব্যালটে ভোট দিতে পারবেন। এরপর তিনি তা খামে ভরে আবার ফেরত পাঠাবেন।
পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাশপাশি ভোটের দায়িত্বে নিয়োজিতরা এবং কয়েদিরা ভোট দিতে পারবেন
ইউটি/টিএ