বলিউডের সুপারস্টার হৃতিক রোশন সম্প্রতি প্রকাশ করেছেন ‘ওয়ার ২’ সিনেমার দুর্বল পারফরম্যান্স নিয়ে তার অনুভূতির কথা। ইয়ার রোচর প্রযোজিত স্পাই ইউনিভার্সের এই অপেক্ষিত সিক্যুয়েল, যা আয়ান মুখার্জির পরিচালনায় তৈরি, মুক্তির পর দর্শক ও সমালোচকের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। জুনিয়র এনটিআর সহ অন্যান্য তারকাদের আবিষ্কৃত শক্তিশালী কাস্ট এবং প্রচুর প্রচারণার মধ্যেও সিনেমার প্রেডিক্টেবল প্লটই মূল কারণে ব্যর্থতা হয়েছে বলে মনে করা হচ্ছে।
কাবির চরিত্রে অভিনয় নিয়ে হৃতিক এক অন্তরঙ্গ মন্তব্যে বলেন, “প্রথমে মনে হয়েছিল কাজটা সহজ হবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম কিছু যেন ঠিক নেই… এটা অনেক বেশি সহজ… আমি এটাকে খুব ভালোভাবে জানি।” এই স্বীকারোক্তি বলিউডের এক সুপারস্টারের কাছে বিরল।
দর্শক ও শিল্পী সহকর্মীরা হৃতিকের এই সততার প্রশংসা করেছেন। তারা বলছেন, নিজের ভুল স্বীকার করা এবং সৃজনশীল যন্ত্রণা নিয়ে খোলাখুলিভাবে কথা বলা হৃতিককে আরও মানবিকভাবে উপস্থাপন করেছে। ‘ওয়ার ২’, যা একসময় স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল, ২০২৫ সালের অন্যতম বড় হতাশা হিসেবে চিহ্নিত হয়েছে। তবু হৃতিকের অন্তর্দৃষ্টি এবং সততা মনে করিয়ে দেয় কেন তিনি বলিউডের সবচেয়ে সম্মানিত শিল্পীদের মধ্যে অন্যতম।
আইকে/টিকে