দর্শকরা যারা আশা করেছিলেন যে রনবীর কাপুর ও পরিচালক রাজকুমার হিরানি আবারও একসঙ্গে কাজ করবেন, তাদের অপেক্ষা আরও কিছু সময় বাড়াতে হবে। ২০১৮ সালের ব্লকবাস্টার ‘সঞ্জু’-র সাফল্যের পর এই জুটি নতুন একটি অ্যাথলিট বায়োপিক নিয়ে কাজ শুরু করার কথা ছিল। তবে নতুন খবর অনুযায়ী, চলচ্চিত্রটি এখন ২০২৭ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রনবীর ও হিরানি উভয়েই চান প্রকল্পটি আরও সময় নিয়ে পূর্ণতা পায়।
তথ্যসূত্র জানায়, হিরানি সাময়িকভাবে মন দিয়েছেন অন্য একটি বড় প্রযোজনায় ভারতের চলচ্চিত্র পিতার, দাদাসাহেব ফালকের বায়োপিক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির খান। সূত্রের খবর, যদিও রানবীর ও হিরানি পুরো বছরের মধ্যে একত্রে এই অ্যাথলিট প্রজেক্ট নিয়ে কাজ করছেন, তবে সময়সূচি ও পরিপূর্ণ চিত্রনাট্যের প্রয়োজনীয়তা জনিত কারণে স্থগিত করা হয়েছে।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্রের মতে, এই জুটি তাদের পরবর্তী সহযোগিতাকে ‘সঞ্জু’-র মতোই বিশেষ ও প্রভাবশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রনবীরের ব্যস্ত সময়সূচি এবং হিরানির নিখুঁততাবাদী মনোভাবের কারণে অপেক্ষা দীর্ঘ হতে পারে। তবে চলচ্চিত্রটি যখন মুক্তি পাবে, তখন দর্শকরা আশা করতে পারেন এক আরও অসাধারণ সিনেম্যাটিক অভিজ্ঞতা।
এমকে/টিকে