বলিউডে আবারও চমক। আনন্দ এল রাই-এর আগামী হরর-কৌমেডি ছবি ‘নয়া নাবেলি’-তে মূল নায়িকার ভূমিকায় এবার দেখা যাবে ইয়ামি গৌতমকে। প্রযোজনা প্রতিষ্ঠান কালার ইয়েলো প্রোডাকশনস-এর ব্যানারে তৈরি এই ছবিটি ভারতীয় লোককাহিনি ও হাস্যরসের মিশ্রণে তৈরি হচ্ছে, যেখানে ইয়ামির আবেগপূর্ণ অভিনয় ও স্বভাবসুলভ মাধুর্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ছবির জন্য যুক্ত ছিলেন কৃতি স্যানন। তবে অজ্ঞাত কারণে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এর ফলে আনন্দ এল রাই-এর ‘তেরে ইশক মেইন’-এর পর আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো। ইয়ামির যাত্রা ‘আর্টিকেল ৩৭’ এবং ‘ওএমজি ২’-এ প্রশংসিত পারফরম্যান্সের পর এই ছবিতে আগমন, ছবিকে নিয়ে দর্শক ও সমালোচকের আগ্রহ আবারও জাগিয়েছে।
ছবির প্রি-প্রোডাকশন শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। শুটিংয়ের কাজ শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে। যদিও ছবির পরিচালককে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তথাপি হরর-কৌমেডি ঘরানার এই সিনেমাকে ইতিমধ্যেই বলিউডের দর্শকপ্রিয় প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে।
‘নয়া নাবেলি’ সম্ভাব্যভাবে বলিউডের আধুনিক অতিপ্রাকৃত কৌমেডি ধারার একটি আকর্ষণীয় অধ্যায় হিসেবে আত্মপ্রকাশ করবে।
আইকে/টিকে