বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। সেই হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।
কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা পেয়েছে আফগানরা। আগামী ৮ অক্টোবর প্রথম ম্যাচ শুরুর আগেই যে দুসংবাদ পেয়েছে তারা।
চোটের কারণে যে সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সালেম। কুঁচকির চোটের কারণে সব মিলিয়ে ৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সংখ্যাটা বাড়ার অপেক্ষা বাড়ল ২৩ বছর বয়সী পেসারের।
সালেমের বদলি খেলোয়াড়ের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার চোটে কপাল খুলেছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এক ওয়ানডে খেলা বিলাল সামির। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি খেলেন ২১ বছর বয়সী পেসার।
ঘরোয়া ক্রিকেটের দারুণ ছন্দের পুরস্কারই পেয়েছেন বিলাল। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট গাজী আমানউল্লাহ খানে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৪.৯৭ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তিনি।
ইউটি/টিকে