একের পর এক উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটা সময়ের অপেক্ষা ছিল পাকিস্তান নারী দলের। তবে এক প্রান্ত আগলে রেখে পরাজয়ের ব্যবধান কমানোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিদারা আমিন।
তিনে নেমে অষ্টম ব্যাটার হিসেবে যখন আউট হলেন সিদারার নামের পাশে তখন ৮১ রান। আর ২৯ রান করতে পারলেই পেয়ে যেতেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
কিন্তু স্নেহ রানার বলে ইনিংসের ৪০তম ওভারে হরমনপ্রীত কৌরকে ক্যাচ দিয়ে বসেন তিনি। সেঞ্চুরির কাছে এসে আউট হওয়া এবং ম্যাচ হারার শঙ্কা তার মাথায় যেন চেপে বসে।
তাই ভীষণ রাগান্বিত হয়ে নিজের প্রিয় ব্যাটকে মাটিতে মেরে বসেন সিদারা। যা ক্রিকেট খেলার বিবেচনায় দৃষ্টিকটু।
এমন আচরণের জন্য তাই শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটার। তবে খুব বড় রকমের শাস্তি পেতে হয়নি তাকে। সতর্কেরসঙ্গে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।
আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন সিদারা।
আইসিসির ২.২ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলাকালীন সময় ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার সম্পর্কিত।
সিদারা নিজের অপরাধ মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না। গত ২৪ মাসে এবারই প্রথমবার এমন অপরাধ করেছেন পাকিস্তানের ব্যাটার। এই শাস্তি ভারতের কাছে ৮৮ রানের পরাজয়ের ক্ষতটা তাই বাড়িয়ে দিল।
পিএ/টিকে