বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছে দাবা ফেডারেশন। বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের বিশ্বকাপ প্রস্তুতির জন্য রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে কোচ হিসেবে এনেছে সংগঠনটি।
৩০ অক্টোবর থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ। নীড়, ফাহাদ ও সাকলাইনের ক্লাস নেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন পিটার।
গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের তত্ত্বাবধানেও চলছে দাবাড়ুদের প্রশিক্ষণ। ফিদে মাষ্টার শওকত হোসেন পল্লবের তত্ত্বাবধানে চলছে উঠতি খেলোয়াড়দের প্রশিক্ষণ। নতুন প্রতিভাবান দাবাড়ুর খোঁজে ফেডারেশন।
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হলে তত্ত্ব, কৌশল, মনোযোগ এবং খেলার মানে ধারাবাহিক উন্নয়ন অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দাবাড়ুরা আন্তর্জাতিক মানের কৌশল ও ট্যাকটিক্স শিখবেন, গেম অ্যানালাইসিসে দক্ষতা অর্জন করবেন এবং মানসিক প্রস্তুতির ক্ষেত্রেও শক্তিশালী হবেন।
উল্লেখ্য, রাশিয়ার খ্যাতনামা গ্র্যান্ডমাস্টার পিটার। যিনি বিশ্বের বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন। ফাহাদ ও নীড়ের বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি পিটারের মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, মো. শরীফ হোসেন, সেখ নাসির আহমেদ ও নাইম হকরাও শেখার সুযোগ পাবেন। শীর্ষ স্থানীয় নারী দাবাড়ুদের নিয়েও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
পিএ/টিকে