পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করবে মালয়েশিয়া

পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৪০ মিলিয়ন রিঙ্গিত) মূল্যের মাংস ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া।

সোমবার (৬ অক্টোবর) পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মালয়েশিয়া সফর করছেন। সোমবার মধ্যাহ্নভোজের পর পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন আনোয়ার ইব্রাহিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার আশ্বাস দেয়ায় গরুর মাংসসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি করতে প্রস্তুত মালয়েশিয়া।

প্রধানমন্ত্রী আনোয়ার উল্লেখ করেন, মালয়েশিয়া ও পাকিস্তান ১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রতিরক্ষা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা শুরু থেকেই এই সম্পর্কের মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিরক্ষা, কৃষি ও নবায়নযোগ্য শক্তির মতো কৌশলগত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

মালয়েশিয়া এরই মধ্যে পাকিস্তান থেকে চাল আমদানি বাড়িয়েছে এবং যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়াও পাকিস্তানের খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাম তেল রফতানি বাড়াতে আগ্রহী।

যৌথ সংবাদ সম্মেলনে উভয় নেতা মালয়েশিয়া- পাকিস্তান ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শেহবাজ শরিফ দুই দেশের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভাবন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, ডিজিটাল ও সেমিকন্ডাক্টর খাতে উন্নত সহযোগিতা চেয়েছেন।

আনোয়ার ইব্রাহিম এই প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, পাকিস্তান প্রাথমিকভাবে এই ক্ষেত্রগুলোতে মুসলিম দেশগুলোর মধ্যে অগ্রণী ছিল এবং এখন দেশে স্থিতিশীলতা থাকায় সেই সম্ভাবনা আবার কাজে লাগাতে মালয়েশিয়া যেকোনো ধরনের সহযোগিতা সাদরে গ্রহণ করবে।

যৌথ বিবৃতিতে দুই নেতা হালাল পণ্য ও পরিষেবার ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা স্বীকার করেন এবং এই ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হন। এর মধ্যে রয়েছে হালাল সার্টিফিকেশনের পারস্পরিক স্বীকৃতি এবং হালাল খাদ্য সরবরাহ ও পণ্য উৎপাদন মজবুত করা।

এছাড়া তারা টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব স্বীকার করে যৌথ গবেষণা, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব কৃষি উৎপাদন পদ্ধতির বিকাশে কাজ করার বিষয়ে একমত হন। বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা স্বীকার করে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুষম ও টেকসই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

গত রোববার (৫ অক্টোবর) শেহবাজ শরিফের তিনদিনের মালয়েশিয়া সফর শুরু হয়। ওইদিন রাতে এক বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান তিনি। এ সময় মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল তাকে স্বাগত জানান। এ সময় শেহবাজ শরিফকে গার্ড অব অনার দেয়া হয়। গত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এশিয়ার দেশটিতে এটা তার প্রথম রাষ্ট্রীয় সফর। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গ্রেটা থুনবার্গকে ঝামেলাবাজ বললেন ট্রাম্প! Oct 07, 2025
img
চীন থেকে ২০টি অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, সম্ভাব্য ব্যয় ২.২ বিলিয়ন ডলার Oct 07, 2025
img
নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা জামায়াতের Oct 07, 2025
img
সমুদ্রপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে বাংলাদেশিরা Oct 07, 2025
img
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি Oct 07, 2025
img
আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা Oct 07, 2025
img
যথাযথ সংস্কার হলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংক Oct 07, 2025
img
আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচনের ফল ঘোষণা Oct 07, 2025
ভারতীয় ঠিকাদারের অপূর্ণ কাজ, বেহাল ১১ কিমি মহাসড়ক Oct 07, 2025
img
আলোচিত সেই বিড়াল রহস্য উন্মোচন করলেন তারেক রহমান Oct 07, 2025
img
আওয়ামী লীগের বিচারে তদন্ত প্রক্রিয়া শুরু Oct 07, 2025
img
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ Oct 07, 2025
img
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছাল হংকং Oct 07, 2025
img
দেশে বজ্রপাতের তীব্রতা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের Oct 07, 2025
img
কুয়াকাটায় নিখোঁজ ৫ জেলে ফিরলেন ৮ দিন পর Oct 07, 2025
img
অ্যালবাম নিয়ে এআই বিতর্কে জড়ালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফ্ট Oct 07, 2025
img
বিএনপি চাঁদাবাজি করে এমন উপলদ্ধি জনগণের থাকুক, এমনটাই চায় সরকার: রুমিন ফারহানা Oct 07, 2025
img
নতুন বলে মারুফার সুইং সামলাতে পারছেনা ইংল্যান্ড Oct 07, 2025
img
অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে : তারেক রহমান Oct 07, 2025
img
খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা Oct 07, 2025