গাজায় চলমান সংঘাত ও মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে আলোচনা করেছেন।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এই ফোনালাপে তারা গাজায় শান্তি পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু নিয়েও কথা বলেন। ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি, সিরিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।
গত জুলাইয়ের পর এটি পুতিন ও নেতানিয়াহুর মধ্যে তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় পুতিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধানের প্রতি রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সম্প্রতি গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
হামাস ইতিমধ্যেই এ পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ দিকের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে স্বাগত পেয়েছে। পুতিনও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, টেকসই শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে এবং আমরা আশা করি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইসরায়েলের এই সংলাপ গাজা ইস্যুতে একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে, যা দীর্ঘদিনের সংঘাত সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেএন/টিকে