আজ নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

নারী বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলই বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করেছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ১০ উইকেটের বড় জয় পেয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুই দল একে অপরকে খুব বেশি চেনে না; ২০২২ সালের বিশ্বকাপ ছাড়া তারা এর আগে কখনও মুখোমুখি হয়নি। তাই ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের বাঘিনীদের জন্য এক বিরল পরীক্ষা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ম্যাচের আগের দিন বলেছেন, ‘এই মঞ্চেই আমাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।’

নিগার সুলতানা জ্যোতির কথা অনুযায়ী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলগুলো বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না বলেই তাদের বিপক্ষে ম্যাচ এত কম। বিশ্বকাপই হলো বড় একটা মঞ্চ, যেখানে নিজেদের প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলগুলো তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিচ বা বহুজাতিক টুর্নামেন্ট খেলতে আগ্রহী হবে।

২০২৫-২৯ সালের ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, বাংলাদেশ ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। তখন হয়তো এই ম্যাচগুলোতে আর ‘বিরল’ বলে কিছু থাকবে না।


সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দু’দলই এই ম্যাচে মাঠে নামছে জয় নিয়ে। তবে এই ম্যাচে ইংল্যান্ডের বহুমুখী আক্রমণ হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে যদি উইকেট স্পিন সহায়ক হয়, তাহলে নাহিদা আখতারের নেতৃত্বাধীন বাংলাদেশের স্পিন আক্রমণ ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারে।

ইংল্যান্ড দলের খেলোয়াড় চার্লি ডিন বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে বাড়তি স্পিনের সুযোগ থাকে। আমি রিভার্স সুইপ ও বিভিন্ন শট অনুশীলন করছি যাতে প্রয়োজনে সেগুলো কাজে লাগাতে পারি।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমাদের বিশ্লেষক দল থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই, নাম দেখে নয়। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’

যে দু’জনকে নিয়ে আলোচনা ইংল্যান্ডের এমা ল্যাম্ব নতুন ভূমিকায় মানিয়ে নিচ্ছেন। ওপেনার হিসেবে একমাত্র সেঞ্চুরি করা এই ব্যাটার এবার খেলছেন মিডল অর্ডারে, মাঝে মাঝে অফস্পিনও করছেন।

বাংলাদেশের তরুণ পেসার মারুফা আখতার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায়। অনুশীলনে পূর্ণ উদ্যমে বল করেছেন, এমনকি অধিনায়ক নিগারকেও এক পর্যায়ে বোল্ড করেছেন। নতুন বলে সুইং ও গতি দিয়ে তিনি হতে পারেন ইংল্যান্ডের উদ্বোধনী জুটির জন্য বড় হুমকি।

ইংল্যান্ড: ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলেস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।

বাংলাদেশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারী, স্বর্ণা আখতার, ফাহিমা খাতুন, নাহিদা আখতার, রাবেয়া খান, মারুফা আখতার, নিশিতা আখতার নিশি/সানজিদা আখতার মেঘলা।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফের ইসির কাছে শাপলা প্রতীক চেয়েছে এনসিপি Oct 07, 2025
img
ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন: আমিনুল Oct 07, 2025
img
দীপিকার হিজাব ও রণবীরের দাড়ি, নতুন রূপে তারকা দম্পতি Oct 07, 2025
img
ঘর পরিচালনা করা সহজ নয়: অমিতাভ বচ্চন Oct 07, 2025
img
শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর : সাদিক কায়েম Oct 07, 2025
img
অবসর ঘোষণার পরই আবার কনসার্টে তাহসান Oct 07, 2025
img
টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড Oct 07, 2025
img
সৌদি আরবকে আরও বিনিয়োগে উৎসাহিত করল বাংলাদেশ Oct 07, 2025
img
উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত Oct 07, 2025
img
লোম বাছতে গিয়ে কম্বল উজাড় নয়: সিইসি Oct 07, 2025
ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয়, আমাদের কিছু করার নেই — তারেক রহমান Oct 07, 2025
img
তারেক রহমান বাংলাদেশের ডি-ফ্যাক্টো লিডার: ডা. জাহেদ উর রহমান Oct 07, 2025
img
ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা Oct 07, 2025
img
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আর নেই Oct 07, 2025
img
মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের নির্বাচন করার অধিকার নেই: বুলু Oct 07, 2025
img
মূল্যস্ফীতিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ Oct 07, 2025
img
৬ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত Oct 07, 2025
img
আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর Oct 07, 2025
img
আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগে মানবাধিকারকর্মীদের বন্দি করে নেতানিয়াহুর দেশ : থুনবার্গ Oct 07, 2025
img
সুন্দর-সুষ্ঠু নির্বাচন দেওয়াটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি Oct 07, 2025