মিসরে গাজা ইস্যুতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে গতকাল সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত আলোচনার প্রথম দফা ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। মিসরের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-কাহেরার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনার প্রাথমিক পর্ব মঙ্গলবারও (৭ অক্টোবর) অব্যাহত থাকবে। হামাস প্রতিনিধিদলের সঙ্গে মধ্যস্থতাকারীরা মিসরের দক্ষিণ সিনাইয়ের পর্যটননগরী শার্ম আল-শেখে আলোচনায় বসেছেন।
সোমবার সেখানে একটি ইসরায়েলি প্রতিনিধিদলও পৌঁছেছে বলে জানা গেছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দিবিনিময় ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির খসড়া বিষয়ে পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের চুক্তি করার একটি বড় সুযোগ আছে এবং এটি একটি দীর্ঘস্থায়ী চুক্তি হবে।’
এদিকে ট্রাম্পের পাশাপাশি যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল (সোমবার) ফোনালাপ করেছেন তিনি।
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির বিষয়ে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।
ইএ/টিকে