আজ নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

নারী বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলই বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করেছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে ১০ উইকেটের বড় জয় পেয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুই দল একে অপরকে খুব বেশি চেনে না; ২০২২ সালের বিশ্বকাপ ছাড়া তারা এর আগে কখনও মুখোমুখি হয়নি। তাই ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের বাঘিনীদের জন্য এক বিরল পরীক্ষা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ম্যাচের আগের দিন বলেছেন, ‘এই মঞ্চেই আমাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হয়।’

নিগার সুলতানা জ্যোতির কথা অনুযায়ী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলগুলো বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না বলেই তাদের বিপক্ষে ম্যাচ এত কম। বিশ্বকাপই হলো বড় একটা মঞ্চ, যেখানে নিজেদের প্রমাণ করতে পারলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলগুলো তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিচ বা বহুজাতিক টুর্নামেন্ট খেলতে আগ্রহী হবে।

২০২৫-২৯ সালের ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, বাংলাদেশ ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। তখন হয়তো এই ম্যাচগুলোতে আর ‘বিরল’ বলে কিছু থাকবে না।


সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দু’দলই এই ম্যাচে মাঠে নামছে জয় নিয়ে। তবে এই ম্যাচে ইংল্যান্ডের বহুমুখী আক্রমণ হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে যদি উইকেট স্পিন সহায়ক হয়, তাহলে নাহিদা আখতারের নেতৃত্বাধীন বাংলাদেশের স্পিন আক্রমণ ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারে।

ইংল্যান্ড দলের খেলোয়াড় চার্লি ডিন বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে বাড়তি স্পিনের সুযোগ থাকে। আমি রিভার্স সুইপ ও বিভিন্ন শট অনুশীলন করছি যাতে প্রয়োজনে সেগুলো কাজে লাগাতে পারি।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমাদের বিশ্লেষক দল থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই, নাম দেখে নয়। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’

যে দু’জনকে নিয়ে আলোচনা ইংল্যান্ডের এমা ল্যাম্ব নতুন ভূমিকায় মানিয়ে নিচ্ছেন। ওপেনার হিসেবে একমাত্র সেঞ্চুরি করা এই ব্যাটার এবার খেলছেন মিডল অর্ডারে, মাঝে মাঝে অফস্পিনও করছেন।

বাংলাদেশের তরুণ পেসার মারুফা আখতার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায়। অনুশীলনে পূর্ণ উদ্যমে বল করেছেন, এমনকি অধিনায়ক নিগারকেও এক পর্যায়ে বোল্ড করেছেন। নতুন বলে সুইং ও গতি দিয়ে তিনি হতে পারেন ইংল্যান্ডের উদ্বোধনী জুটির জন্য বড় হুমকি।

ইংল্যান্ড: ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলেস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।

বাংলাদেশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারী, স্বর্ণা আখতার, ফাহিমা খাতুন, নাহিদা আখতার, রাবেয়া খান, মারুফা আখতার, নিশিতা আখতার নিশি/সানজিদা আখতার মেঘলা।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০ Oct 08, 2025
img

চাকসু নির্বাচন

ছাত্রশিবিরের ৩৩ দফা ইশতেহার ঘোষণা Oct 08, 2025
img
ঘূর্ণিঝড়কে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে চীন Oct 08, 2025
img
রেংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সাইফ, এগিয়েছেন নাসুমও Oct 08, 2025
img
পিএসএলে দুই নতুন দল যুক্ত হতে পারে, পরিকল্পনা পিসিবির Oct 08, 2025
img
মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা, সারজিস আলমের মন্তব্য Oct 08, 2025
img
শারমান যোশির বিপরীতে দেখা যাবে না তিশাকে Oct 08, 2025
img
স্ত্রী-ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ Oct 08, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক Oct 08, 2025
img
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। Oct 08, 2025
img
কেন সম্ভাবনাময় তরুণদের কেউ সঠিক পরামর্শ দেয়নি, প্রশ্ন গোলাম মাওলা রনির Oct 08, 2025
img
‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’ Oct 08, 2025
img
আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে : আবুল কালাম আজাদ মজুমদার Oct 08, 2025
img
মুফতি আমির হামজার ওপর হামলা Oct 08, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন Oct 08, 2025
img
বিক্ষোভের কারণে শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ Oct 08, 2025
img
শিক্ষক নিয়োগে ন্যায্যতার দাবিতে এনটিআরসিএ শাটডাউনের ডাক Oct 08, 2025
img
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন Oct 08, 2025
img

প্রজ্ঞাপন জারি

নির্বাচনে অংশ নিতে পারবেন না আইসিটি মামলার অভিযুক্তরা Oct 08, 2025
img
অনেক উপদেষ্টাদের দেখলে মনে হয় তারা পেইড লিভে আছেন : সারোয়ার তুষার Oct 08, 2025