রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, অনেক দিন পরে আকাঙ্ক্ষিত এই সাক্ষাৎকারে তারেক রহমান বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। স্বল্প স্বল্প কথায় তিনি উত্তর দিয়েছেন। কোনো বক্তব্যকেই খুব একটা দীর্ঘায়িত করার চেষ্টা করেননি। কোনো বক্তব্য দিয়েই তিনি কন্ট্রোভার্সিতে জড়াতে চাননি।
সাফারিংসের কথা বলেছেন তার পরিবারের, ভাইয়ের, মায়ের, নিজের এবং যৌক্তিকভাবেই সেটা বলেছেন।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, বহু বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। অনেকেই বলতেন, তারেক রহমান কেন কথা বলেন না।
তিনি তার ব্যাখ্যা দিয়েছেন- তিনি নিয়মিত কথা বলেন, সারা দেশের জনগণের সঙ্গে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সব সময় সম্পর্ক আছে।
জিল্লুর বলেন, গণমাধ্যমে তিনি কথা বলেননি, যেহেতু তার কথা বলার ওপরে শেখ হাসিনার শাসনামলে আদালত কর্তৃক একটা নিষেধাজ্ঞা ছিল যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না, বিবৃতি প্রচার করা যাবে না। সংগতভাবেই উনি সাক্ষাৎকার দিলে কেউ প্রচার করতে পারতেন না। দু-একটি গণমাধ্যম ওনার বক্তব্য প্রচার করে বিপদেও পড়েছে।
জিল্লুর আরো বলেন, গোটা দেশের মানুষ যে ভয়ানক পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন সেটা তিনি বর্ণনা করেছেন। তিনি প্রতিটি ঘটনা, প্রতিটি অপরাধের শাস্তি চান। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তিনি অত্যন্ত স্মার্টভাবে উত্তর দিয়ে বলেছেন, সিদ্ধান্তটা আসলে জনগণ নেবে। দেশে কবে ফিরবেন সেই প্রশ্নে তিনি বলেছেন, প্রত্যাশিত নির্বাচন হলে খুব শীঘ্রই তিনি ফিরবেন।
টিকে/