টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী (৪৫) ও একই এলাকার গ্রামের জহের আলী (৪০)। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ২০ জন নির্মাণ শ্রমিক কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।
তারা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা অন্তত ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা অন্তত ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।