এনসিএল টি-টোয়েন্টিতে ইয়াসির আলী রাব্বির হাফ-সেঞ্চুরিতে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ঢাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) টসে হেরে আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৩৯ রান। ৭ বলে ২১ রান করে আশরাফুল হাসানের বলে জিসান আহমেদ বোল্ড হলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ফেরেন হাসান মুরাদের বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। এরপরেই ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ৫ বলে ৬ রান করা মাহফুজুর রাব্বি। নাঈম হাসানের বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটারই উইকেটে টিকতে পারেননি। শেষ পর্যন্ত ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রামের হয়ে ২১ রান খরচায় ৩ উইকেট নেন হাসান মুরাদ। ১টি করে উইকেট নেন আশরাফুল, আহমেদ শরীফ এবং নাঈম।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটি থেকে তারা যোগ করে ৩০ রান। এরপর ৩৬ রানের মধ্যে মোট ৪টি উইকেট হারায় চট্টগ্রাম। চতুর্থ ওভারে মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়কে ফেরান মাহফুজুর রাব্বি।
ওভারের তৃতীয় বলে থার্ড ম্যান সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ১২ রান। ১৫ বলে ১৮ রান করে এক বল পরই কট এন্ড বোল্ড হয়ে ফেরেন জয়। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৮ রান। পরের ওভারে শাহাদাত হোসেন দিপু ফেরেন কোনো রান না করেই। রিপন মন্ডলের বলে জিশান আলমকে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।
এরপর ৬২ রানের জুটি গড়েন রাব্বি এবং ইরফান শুক্কুর। ১৫ বলে ৩০ রান করে ইরফান বোল্ড হলেও ২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাব্বি। ১২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ঢাকার হয়ে ১১ রান খরচায় তিনটি উইকেট নেন মাহফুজুর।
এসএস/টিকে