গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ ছিল নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে।
দায়িত্ব বণ্টন ছাড়াও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্ব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান।
বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি। এ ছাড়া আগে থেকেই ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম এবারও একই দায়িত্বে। এ ছাড়া গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব। বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে গণমাধ্যমকে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়-উনিই ভালো বলতে পারবেন।’
বিসিবির নতুন কার্যকরী কমিটি-
ওয়ার্কিং কমিটি-
আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)
ক্রিকেট অপারেশন্স-
নাজমুল আবেদিন ফাহিম (চেয়ারম্যান)
ফাইন্যান্স কমিটি-
নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)
ডিসিপ্লিনারি কমিটি-
ফায়াজুর রহমান (চেয়ারম্যান)
গেম ডেভেলপমেন্ট কমিটি-
ইশতিয়াক সাদেক (চেয়ারম্যান)
টুর্নামেন্ট কমিটি-
আহসান ইকবাল চৌধুরী (চেয়ারম্যান)
বিপিএল -
আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) আসিফ আকবর (চেয়ারম্যান)
গ্রাউন্ডস কমিটি-
আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি-
শানিয়ান তানিম (চেয়ারম্যান)
আম্পায়ার্স কমিটি-
ইফতেখার রহমান মিঠু (চেয়ারম্যান)
মার্কেটিং ও কমার্শিয়াল-
শাখাওয়াত হোসেন (চেয়ারম্যান)
মেডিকেল কমিটি-
মোহাম্মদ মনজুর আলম (চেয়ারম্যান)
টেন্ডার ও পারচেস কমিটি-
আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)
মিডিয়া ও কমিউনিকেশন কমিটি-
আমজাদ হোসেন (চেয়ারম্যান)
অডিট কমিটি-
মুখলেসুর রহমান খান (চেয়ারম্যান)
নারী ক্রিকেট কমিটি-
আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান)
লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল-
ইয়াসির মোহাম্মদ ফয়সাল (চেয়ারম্যান)
সিকিউরিটি কমিটি-
মেহেরাব আলম চৌধুরী (চেয়ারম্যান)
সিসিডিএম কমিটি-
আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়াজুর রহমান (ভাইস-চেয়ারম্যান)
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি-
জুলফিকার আলী খান (চেয়ারম্যান)
হাই পারফরম্যান্স কমিটি-
খালেদ মাসুদ পাইলট (চেয়ারম্যান)
বাংলাদেশ টাইগার্স-
রাহাত সামস (চেয়ারম্যান)
ওয়েলফেয়ার কমিটি-
মোকছেদুল কামাল (চেয়ারম্যান)
বিপিএল -
আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)
টিকে/