রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে নেদারল্যান্ডস। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে এসে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। তিনি দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
রাষ্ট্রদূত সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি তৈরি পোশাক, অভিবাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক অর্থনীতির মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে সম্প্রসারিত সম্পৃক্ততার সম্ভাবনার ওপর জোর দেন। রাষ্ট্রদূত বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগের কথা তুলে ধরেন।
উপদেষ্টা উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করা এবং গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের তরুণ ও গতিশীল জনসংখ্যার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পানি ব্যবস্থাপনা, কৃষি ও প্রযুক্তিতে নেদারল্যান্ডসের কারিগরি দক্ষতার স্বীকৃতি দেন এবং এই ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতাকে স্বাগত জানান। তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং সু-নিয়ন্ত্রিত অভিবাসন পথ প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী সহযোগিতার সুযোগ তুলে ধরেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এসএস/টিকে