আসন্ন নভেম্বরে বাংলাদেশ সফরের জন্য দুটি আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। সেই সিরিজেই প্রথমবারের মতো দুই দলের মধ্যে টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয় পায়।
এবার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। ঘোষিত টেস্ট দলে রয়েছেন মাত্র সাতজন ক্রিকেটার, যারা ২০২৩ সালের স্কোয়াডে ছিলেন। নতুন করে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন পল স্টার্লিং। আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত/শ্রীলঙ্কা) সামনে রেখে এই সিরিজকে বড় প্রস্তুতি হিসেবে দেখছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন টিম টেক্টর। আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া বেন ক্যালিটজ দলে জায়গা ধরে রেখেছেন।
সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর, সিলেট
দ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর, ঢাকা
প্রথম টি-টোয়েন্টি: ২৭ নভেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ নভেম্বর, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ২ ডিসেম্বর, ঢাকা
আয়ারল্যান্ড টেস্ট দল:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
এসএস/টিকে