বলিউডের সুপারস্টার জন অ্যাব্রাহাম নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। তিনি আপাতত প্রখ্যাত পরিচালক অরুণ গোপালানের নতুন সিনেমা দুর্যোধন-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত আলোচনায় রয়েছেন। পরিচালক গোপালান, যিনি ‘তেরান’ ছবির জন্য পরিচিত, মহাভারতকে আধুনিক ও সমসাময়িক প্রেক্ষাপটে পুনরায় উপস্থাপন করতে চাইছেন। সিনেমায় প্রাচীন মহাকাব্যকে বর্তমান দিনের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংঘাতের সঙ্গে মেলানো হবে।
সূত্রের খবর, জন গোপালান-এর চিত্রনাট্য ও ভিশন দেখে মুগ্ধ হয়েছেন। যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তিনি ঐতিহাসিক ও জটিল চরিত্র দুর্যোধন-এর ভূমিকায় অভিনয় করবেন, যা তার চরিত্রের তীব্রতা ও বহুমাত্রিক অভিনয় দক্ষতার সঙ্গে সম্পূর্ণ খাপ খায়।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন জন অ্যাব্রাহাম ও সন্দীপ লেইজেল। প্রি-প্রোডাকশন শুরু হবে ২০২৬ সালের প্রথম দিকে এবং মূল শুটিং চলবে বছরের মাঝামাঝি। ‘তেরান’ ছবির সফল সহযোগিতার পর এটি জন ও অরুণের দ্বিতীয় যৌথ প্রয়াস, এবার বড় পর্দার জন্য পরিকল্পিত।
এছাড়াও জন ২০২৬ সালে ‘ফোর্স’ রিবুট ও রোহিত শেঠির পরিচালনায় রাকেশ মারিয়া বায়োপিকেও অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। অ্যাকশন ও উচ্চসংকল্পমূলক সিনেমায় মনোনিবেশের মাধ্যমে তিনি সীমা অতিক্রম করতে ও গভীর, জটিল চরিত্রের সন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আইকে/টিকে