কিরিক পার্টির সময় পরিচয় হওয়া রক্ষিত শেট্টি ও রাশমিকা মান্ডানা বছরের আগেই আলাদা হয়ে গেলেও অনলাইন ট্রোলিং তাদের জীবন থেকে এখনও দূরে যায়নি। সম্প্রতি রাশমিকার বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রেমের গুঞ্জনের সময় আবারও তাদের অতীত সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। যা হওয়া উচিত ছিল আনন্দের মুহূর্ত, সেটিই এখন বিষণ্ণতার ছোঁয়া পেয়েছে।
রক্ষিত শেট্টি ও রাশমিকা ২০১৭ সালে এনগেজ করেছিলেন এবং ২০১৮ সালে শান্তিপূর্ণভাবে সম্পর্ক ছেদ করেছিলেন। এরপর উভয়ই পেশাগত ও ব্যক্তিগত সফলতা অর্জন করেছেন — রক্ষাৎ তার চলমান চলচ্চিত্র ক্যারিয়ার এবং সম্পর্ক নিয়ে এগিয়ে গেছেন, আর রাশমিকা ভারতের শীর্ষ অভিনেত্রী হিসেবে একাধিক হিট ছবি ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবু, নীরব থাকা সত্ত্বেও অনলাইন ট্রোলরা বারবার তাদের অতীত টেনে আনে, যা প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে যুক্ত করা হয়।
ভক্ত ও মিডিয়া পর্যবেক্ষকরা এই আচরণকে ব্যক্তিগত আক্রমণ ও সামাজিক মাধ্যমে অতীত গসিপের প্রতি অযথাযথ আগ্রহ বলে সমালোচনা করেছেন। উভয় অভিনেতাই এ ধরনের নেতিবাচকতার বাইরে থেকে নিজেদের কাজ ও ব্যক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছেন। স্পষ্ট হয়ে গেছে যে, ট্রোলদের উচিত অতিক্রম করা, কারণ রক্ষিত ও রাশমিকা ইতিমধ্যেই এগিয়ে গেছেন।
আইকে/টিকে