টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়ে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ম্যাচে দুদলই খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে।
টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসান জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলেও। খেলবেন নাজমুল হোসেন শান্ত। তবে মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস অ্যাটাকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আর স্পিনে মিরাজ-রিশাদের সঙ্গী হতে পারেন তানভীর ইসলাম।
বিপরীতে ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগান দলেও আসবে বেশ কিছু পরিবর্তন। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।
ওডিআইতে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে টাইগাররা।
আফগানদের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় কোচ ফিল সিমন্সের শিষ্যরা।
ইউটি/টিকে