মিশ্র সাফল্যের পর পুজা হেগডে তেলুগু চলচ্চিত্রে ফেরার জন্য প্রস্তুত এবং সেটি করছেন বড় স্টাইলে। পরিচালক রবি নেলাকুদিতি-এর নতুন ছবিতে তিনি দুলকার সালমান-এর বিপরীতে অভিনয় করবেন। সূত্রের খবর, এই চরিত্রের জন্য পুজা প্রায় তিন কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
প্রকল্পের নিকটস্থ একজন সূত্র জানিয়েছেন, পুজার জনপ্রিয়তা এবং পর্দায় আবেদন এখনও অটুট, যা এই উচ্চ পারিশ্রমিকের কারণ হিসেবে যুক্তিসঙ্গত। সূত্র আরও জানিয়েছে, “চরিত্রটি আবেগময় গভীরতা সহ যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং দুল্কারের সঙ্গে পর্দায় থাকা তার অভিনয় দক্ষতা আরও তুলে ধরবে।”
পুজা হেগডে পূর্বেও তেলুগু চলচ্চিত্রের বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন — প্রভাস, মাহেশ বাবু, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে। দুল্কারের সঙ্গে তার জুটি এবার নতুন উচ্চতা যোগ করছে। সূত্রের খবর, পুজা বেশ কয়েকটি ছোট তেলুগু প্রজেক্ট প্রত্যাখ্যান করেছেন তার ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য, ফলে এই প্রত্যাবর্তন কৌশলগত ও শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে।