শক্তিশালী ইংল্যান্ড নারী দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। এমনকি ম্যাচের ফলও নিগার সুলতানা জ্যোতিদের পক্ষে আসতে পারত। কিন্তু অল্পের জন্য হাত ফসকে গেছে জয়। কেবল মাঠের পারফরম্যান্সই তাতে ভূমিকা রাখলে হয়তো আক্ষেপটা হতো না বাংলাদেশের, এর সঙ্গে যুক্ত ছিল তৃতীয় আম্পায়ারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। যার সুবাদে দু’বার জীবন পাওয়া ইংলিশ ব্যাটার হিদার নাইটই তাদের হার নিশ্চিত করেছেন।
বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড বেশ বিপদেই পড়েছিল। ১০৩ রানে ৬ উইকেট হারানোর পর ইতিহাস গড়ার আশা দেখছিল জ্যোতির দল। কিন্তু আগেই জীবন পাওয়া নাইট ৭৯ রানের অপরাজিত ইনিংসে সেই আশা চুরমার করে দিয়েছেন। ২৩ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশ মেয়েরা। ম্যাচ শেষ হলেও আলোচনার কেন্দ্র দখল করে আছে নাইটকে নটআউট দেওয়া দুটি বিতর্কিত সিদ্ধান্ত।
প্রথম ঘটনাটি ঘটে টাইগ্রেস পেসার মারুফা আক্তারের করা দ্বিতীয় ওভারে। তার প্রথম ডেলিভারি উইকেটের পেছনে থাকা জ্যোতির গ্লাভসে জমা পড়ার পর নাইটের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন ওঠে। তাতে সাড়া দিয়ে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার। কিন্তু বল নিজের ব্যাট স্পর্শ করা নিয়ে সংশয় থাকায় ইংলিশ ব্যাটার রিভিউয়ের আবেদন করেন। আল্ট্রা এজে দেখা যায়, বলটি নাইটের ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে গেছে। তবে ব্যাটে লেগেছে কি না তা স্পষ্ট নয়। এরপর টিভি আম্পায়ার গায়ত্রি ভেনুগোপাল ‘বল ব্যাটে স্পর্শ করার সুস্পষ্ট প্রমাণ অনুপস্থিত’ জানিয়ে সিদ্ধান্ত বদলে নটআউট দেন।
এই বিষয়ে আইসিসি’র ডিসিশন রিভিউ এবং থার্ড আম্পায়ার প্রোটোকল বিধির ৩.৩.৬ ধারায় বলা হয়েছে, যদি প্রযুক্তি যথাযথ বিদ্যমান থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে না পারেন, তবে তিনি অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। তখন তিনি ভিডিও রিপ্লে ‘অমীমাংসিত’ জানিয়ে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখবেন। তৃতীয় আম্পায়ার কোনোভাবেই ‘হতে পারে’ বা সম্ভাব্য ধরে নিয়ে উত্তর দিতে পারবেন না।
ষষ্ঠ ওভারে আবারও মারুফার বলে ব্যর্থ হন নাইট। তার পায়ে আঘাত করার পর বোলারের আবেদনে সাড়া দিয়ে ইংলিশ ব্যাটারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। পরে ডিআরএসে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করে গেছে, ফলে বেঁচে যান নাইট। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নেই। ফের প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটে ১৫তম ওভারে। ফাহিমা খাতুনের বল কভার অঞ্চলে খেলেছেন নাইট, শূন্যে থাকা বলটি সামনের দিকে ঝুঁকে তালুবন্দী করেন স্বর্ণা আক্তার। আউট ধরে নিয়ে নাইটও ক্রিজ ছেড়ে হাঁটা শুরু করেন। এরপর আম্পায়ার তাকে থামিয়ে সিদ্ধান্তের ভার পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে।
আম্পায়ার গায়ত্রী ভেনুগোপাল ভিডিও থামিয়ে স্থিরচিত্র বিশ্লেষণ করে জানান, ‘বেশ অস্পষ্ট দৃশ্য’ এবং ‘বলটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না।’ সেই যুক্তি দেখিয়ে তিনি প্রথমে অন-ফিল্ড আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত বদলে দেন। নট আউট জানিয়ে তৃতীয় আম্পায়ার জানান, ‘বলের নিচে ফিল্ডারের হাত/আঙুল থাকা নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।’ ০ রানের পর ফের ১৩ রানে জীবন পেলেন নাইট।
এমকে/টিকে