দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি।
২০২৩ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আলবা খেলেছেন নিয়মিতভাবেই। এই সময়ের মধ্যে তিনি করেছেন ১৪টি গোল ও ৩৮টি অ্যাসিস্ট।
লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের সঙ্গে জুটি বেঁধে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ শিরোপা। কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন বুসকেটসও।
নিজের অবসরের বিষয়ে ইন্টার মায়ামির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আলবা বলেন, ‘অনেক ভেবে-চিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে, এখনই সময় নতুন একটি অধ্যায় শুরু করার এবং পরিবারকে পুরোপুরি সময় দেওয়ার।
ইন্টার মায়ামিতে আমার সময়টা অসাধারণ কেটেছে, ক্লাব ও সমর্থকদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এখন লক্ষ্য মৌসুমটা সেরা উপায়ে শেষ করা এবং প্লে-অফে সর্বোচ্চটা দেওয়া।’
স্প্যানিশ এই ডিফেন্ডার ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অংশ ছিলেন। ভ্যালেন্সিয়া থেকে উঠে এসে বার্সেলোনায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন তিনি।
কাতালান ক্লাবের জার্সিতে জিতেছেন ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ।
আন্তর্জাতিক অঙ্গনেও সমান সফল ছিলেন আলবা। স্পেনের হয়ে জিতেছেন ২০১২ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২২–২৩ উয়েফা নেশনস লিগ।
পিএ/টিকে