মিক্স মার্শাল আর্ট আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) স্টার কোনর ম্যাকগ্রেগরকে তিনটি ড্রাগ টেস্ট মিস করার কারণে ১৮ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ইউএফসি জানিয়েছে, ৩৭ বছর বয়সী আইরিশ এই ফাইটার অ্যান্টি-ডোপিং নীতি ভঙ্গ করার দায় স্বীকার করেছেন বলেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
কমব্যাট স্পোর্টস অ্যান্টি-ডোপিং (সিএসএডি) অনুসারে, ম্যাকগ্রেগর ২০২৪ সালে ১২ মাসের মধ্যে তিনটি জৈবিক নমুনা সংগ্রহের ডেট মিস করেছেন। ইউএফসি-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের সবসময় সঠিক অবস্থান তথ্য দিতে হবে, যাতে তাদের নোটিশ ছাড়া নমুনা সংগ্রহের জন্য যোগাযোগ করা যায়।
ম্যাকগ্রেগর, যিনি জুলাই ২০২১-এ ডাস্টিন পয়রিয়ের সঙ্গে শেষ ফাইটে পা ভেঙে যাওয়ার পর পেশাদার লড়াই করেননি। এরপর গত বছরের ১৩ জুন, ১৯ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর পরীক্ষাগুলি মিস করেছেন।
সিএসএডি জানিয়েছে, তদন্তে তার সহযোগিতা এবং আঘাতের পরিস্থিতি বিবেচনা করে ম্যাকগ্রেগরের নিষেধাজ্ঞা ২৪ মাস থেকে ১৮ মাসে কমানো হয়েছে। ইউএফসি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাকগ্রেগর ‘দায় স্বীকার করেছেন এবং সিএসএডি-এর কাছে বিস্তারিত তথ্য প্রদান করেছেন যা মিস হওয়া পরীক্ষাগুলোর কারণ হিসেবে বিবেচিত হয়েছে।’
ম্যাকগ্রেগর সম্প্রতি দাবি করেছিলেন যে তিনি আগামী বছরের ১৪ জুন ইউএফসি ওয়াইট হাউস কার্ডে লড়াই করার জন্য সই করেছেন - যা অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে।
কেএন/টিকে