পাকিস্তানের বিপক্ষে দারুণ দুই ইনস্যুইংয়ে নজর কেড়েছিলেন মারুফা আক্তার। ইংল্যান্ডের সঙ্গেও দেখিয়েছেন দাপট। তবে নারী ওয়ানডে বিশ্বকাপের ওই ম্যাচে চোটে পড়েন টাইগ্রেস বোলার। বোলিং কোটা পূর্ণও করতে পারেননি। তাতেই শঙ্কা জাগে তার খেলা নিয়ে।
মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচে আশা জাগিয়েছিলেন মারুফা। শুরুর স্পেলে ফিরিয়ে দিয়েছিলেন ইংলিশদের দুই টপ অর্ডারকে। নিজের পঞ্চম ওভারে বল করতে এসে পেশিতে টান অনুভব করেন। পরে আর বোলিংই করতে পারেননি।
নারী দলের চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফিটনেস রিপোর্টের ভিত্তিতে। নারী দলের ম্যানেজার ফাইয়াজ অবশ্য আশাবাদী পরের ম্যাচে তরুণ বোলারকে পাবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ২টি উইকেট নিয়েছিলেন মারুফা। ইংলিশদের বিপক্ষে ছিলেন আরও ধাঁরালো। ২৮ রান খরচায় দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত পূর্ণ করতে পারেননি বোলিং কোটা। বাংলাদেশেও ম্যাচটি জিততে পারেনি। পাকিস্তানকে হারিয়ে শুরু করা বাংলাদেশ গতকাল লড়াই করে হেরেছে ৪ উইকেটে।
আগামী শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে, মারুফা সুস্থ হলেই স্বস্তি!
এমকে/টিকে