গাজা শান্তি আলোচনায় মিসরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার বুধবার মিসরে ইসরায়েলি ও হামাসের মধ্যকার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় যোগ দেবেন।

একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা কোনো বাস্তব ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ইতিবাচক সুরে বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা রয়েছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার অগ্রগতির বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইসরায়েলিদের উদ্দেশে বলেন, “আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দিন পার করছি।”

তিনি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “আমাদের যুদ্ধ লক্ষ্য অর্জনে আমরা কাজ চালিয়ে যাব—সব অপহৃতদের ফিরিয়ে আনা, হামাস শাসনের অবসান এবং গাজা যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা।”

একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, উইটকফ ও কুশনার মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে বুধবার মিশরে পৌঁছাবেন।

রয়টার্সকে এক কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিও আলোচনায় যোগ দেবেন।

ওই কর্মকর্তা বলেন, আল থানির উপস্থিতি “গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা ও জিম্মি বিনিময় চুক্তি এগিয়ে নিতে” সহায়ক হবে।

তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও আলোচনায় যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা (স্থানীয় সময়) থেকে নতুন একটি পর্ব শুরু হয়। তিনি আরও বলেন, সকালে হওয়া বৈঠকটি তেমন কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। মূলত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সংক্রান্ত মানচিত্র এবং প্রথম ধাপের পর ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু না করে—এ বিষয়ে হামাস যে নিশ্চয়তা চায়, তা নিয়েই মতবিরোধ তৈরি হয়েছে।

তিনি বলেন, “আলোচনাগুলো কঠিন, এবং এখনো পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি”, তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের ব্যবধান কমাতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “সবার চুক্তি মেনে চলা নিশ্চিত করতে আমরা সবকিছু করব।”

এর আগে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, আলোচনায় পাঁচটি প্রধান বিষয়কে কেন্দ্র করা হয়েছে: স্থায়ী যুদ্ধবিরতি; হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার; মানবিক সহায়তার ব্যবস্থাপনা; এবং যুদ্ধ-পরবর্তী গাজা শাসনব্যবস্থা।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া, যাকে গত মাসে কাতারের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলার লক্ষ্য করা হয়েছিল, মিশরের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ আল কাহেরা নিউজ টিভিকে বলেন, তাদের পক্ষ থেকে “গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল আলোচনায়” অংশ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, হামাস একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হবে এবং পুনরায় শুরু হবে না—এ বিষয়ে ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের “বাস্তব নিশ্চয়তা” প্রয়োজন।

হামাসের আরেক সিনিয়র নেতা ফাওজি বারহুম বলেন, “আমাদের আলোচকরা এমন একটি চুক্তি অর্জনের জন্য কাজ করছেন যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সব প্রতিবন্ধকতা দূর করবে।”

ট্রাম্প আরও বলেন, শান্তির সম্ভাবনা কেবল গাজা পরিস্থিতির বাইরেও প্রসারিত হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই জিম্মিদের তাৎক্ষণিক মুক্তি।”

সূত্র: বিবিসি

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজা অভিমুখে আটক শহিদুল আলমের মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল Oct 08, 2025
img
সংস্কার ইস্যুতে বিএনপিকে স্পষ্ট করার আহ্বান জামায়াতের নায়েবে আমিরের Oct 08, 2025
img
‘টিভি চ্যানেলের লাইসেন্স প্রাপ্তরা ফ্যামিলি চালাতেও হিমশিম খাচ্ছে’ Oct 08, 2025
img
নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে : উপদেষ্টা শারমীন Oct 08, 2025
img
তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে : রিজভী Oct 08, 2025
img
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির Oct 08, 2025
img
ফাতিমা সানা কে, ভুলে গেছেন আমির খান! Oct 08, 2025
img
বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো ছিলেন জসিম Oct 08, 2025
img
১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার Oct 08, 2025
img
কাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ Oct 08, 2025
img
চাহালকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য ধনশ্রীর Oct 08, 2025
img
পুলিশের ওপর হামলা আগের তুলনায় কিছুটা কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 08, 2025
img

চাকসু নির্বাচন

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলল ছাত্রদল Oct 08, 2025
img
রাজবাড়ীতে পদ্মায় ইলিশ শিকার, আটক ৯ জেলে Oct 08, 2025
img
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমান্ডে Oct 08, 2025
img
নতুন মামলায় মেনন-পলকসহ চারজন আটক Oct 08, 2025
img
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ Oct 08, 2025
img
ক্যানসারের উপাদান পাওয়ায় জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ Oct 08, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে প্রশ্ন তোলার অবকাশ নেই: পরিবেশ উপদেষ্টা Oct 08, 2025
img
শেখ হাসিনাকে বাংলাদেশ সম্পর্কে আর কথা বলতে দেবে না ভারত : মোস্তফা ফিরোজ Oct 08, 2025