যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্য ভারতের জন্য ভিসা নীতিতে কোনো ছাড় দেবে না। ভারত সফরে আসার আগে তিনি এ মন্তব্য করেন। এ সফরে ভারতের সঙ্গে সদ্য স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির সুফল তুলে ধরতে এসেছেন তিনি।
স্টারমারের সফরের প্রতিনিধিদলে ১০০-র বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রয়েছেন। সফরের উদ্দেশ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে চাঙ্গা করা।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ভারতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিয়ার বলেন, সফরের সময় কোনো ব্যবসায়ী নেতা তার সঙ্গে ভিসার বিষয়ে কথা তোলেননি। তিনি বলেন, “এই সফরের উদ্দেশ্য হলো ভারতীয় ব্যবসাগুলোর জন্য এমন সুযোগ সৃষ্টি করা, যাতে তারা যুক্তরাজ্য-ভারত বাণিজ্য চুক্তির সুফল গ্রহণ করতে পারে।”
চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের গাড়ি এবং হুইস্কি ভারতে সস্তায় রপ্তানি করা যাবে এবং ভারতের পোশাক ও গহনা যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা যাবে। এটি বহু বিলিয়ন পাউন্ডের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে।
চুক্তিতে আরও রয়েছে, স্বল্পমেয়াদে যুক্তরাজ্যে কাজ করতে আসা ভারতীয়দের জন্য তিন বছরের সামাজিক নিরাপত্তা কর মওকুফ। তবে সরকার জানিয়ে দিয়েছে, এর বাইরে ইমিগ্রেশন নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
টিজে/এসএন