লো স্কোরিং থ্রিলার ম্যাচ জিতে কোয়ালিফায়ারে রংপুর

ম্যাচ জিততে শেষ ওভারে রংপুর বিভাগের প্রয়োজন ৮ রান। ব্যাটিংয়ে ২৫ বলে ঝড়ো ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত আকবর আলী। রংপুর অধিনায়কের সঙ্গী আবু হাশিম। ম্যাচ জিততে শেষ ওভারে পেসার রিপন মণ্ডলের উপর ভরসা রাখেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ডানহাতি পেসারের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে চার মারেন আকবর।

যদিও পরের বলেই কভারে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আকবর ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরার পর শেষ উইকেট রংপুরের প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান।
তৃতীয় বলে সিঙ্গেল নেন ব্যাটিংয়ে আসা রংপুরের পেসার আব্দুল গাফফার সাকলাইন। পরের বলে সিঙ্গেল নিয়েছেন হাশিমও। শেষ দুই বলে যখন ২ রান প্রয়োজন এমন সময় লং অফের উপর দিয়ে চার মেরে রংপুরের এক উইকেটের জয় নিশ্চিত করেন আব্দুল গাফফার। ঢাকা বিভাগের ১২৩ রানের জবাবে এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর জয় পায় রংপুর। সিলেটে লো স্কোরিং থ্রিলার জিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছেন আকবররা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুর আভাস দেন আব্দুল্লাহ আল মামুন ও অনিক সরকার। তাদের দুজনের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের চতুর্থ ওভারে। নাজমুল ইসলাম অপুর বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়েছেন ৯ রান করা মামুন। পরের ওভারে আউট হয়েছেন অনিকও। স্পিনার মাহফুজুর রহমান রাব্বির বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দেন ১৬ রান করা এই ব্যাটার

পাওয়ার প্লে শেষ হতেই ফিরেছেন জাহিদ জাভেদ। একটু পর আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনও। ঢাকা বিভাগের বোলারদের চাপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। নাসির হোসেন ও নাইম ইসলামের বিদায়ে আরও চাপ বাড়ে। ৫২ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন নাসুম আহমেদ ও আকবর। তাদের দুজনের ব্যাটেই ধাক্কা সামাল দেয় রংপুর। তাদের দুজনের জুটি ভাঙে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলা নাসুমের বিদায়ে।

বোলিংয়ে ২ উইকেট নিলেও ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেননি আলাউদ্দিন বাবু। তবে একপ্রান্ত আগলে রেখে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে রংপুরকে জেতান আকবর। ঢাকা বিভাগকে বিদায়ে করা ইনিংসে ম্যাচসেরাও হয়েছেন রংপুরের অধিনায়ক। ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন মাহফুজুর। এ ছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন নাজমুল অপু, রিপন ও রায়ান রাফসান রহমান।

এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা বিভাগও। আশিকুর রহমান শিবলী, জিসান আলম, আরিফুল কিংবা অঙ্কন, কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতার দিনে ৬ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোসাদ্দেক। ডানহাতি ব্যাটারের এমন ইনিংসেই শেষ পর্যন্ত ১২৩ রানের পুঁজি পায় ঢাকা। রংপুরের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন নাসুম, হাশিম, নাসির ও আলাউদ্দিন।এ

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয়: হুমায়ুন কবির Oct 10, 2025
img
দায় শুধু আমার নয়, দলেরও আছে : কাবরেরা Oct 10, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশে রেকর্ড Oct 10, 2025
img
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রেড ক্রিসেন্টে কর্মীদের বিক্ষোভ Oct 10, 2025
img
সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে: ট্রাম্প Oct 10, 2025
img
আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ Oct 10, 2025
img
চাঁদপুরের সাবেক পৌর মেয়র গ্রেপ্তার Oct 10, 2025
img
আজ মাঠে নামছে ব্রাজিল, শিষ্যদের বিশেষ বার্তা আনচেলত্তির Oct 10, 2025
img
বিষন্ন হামজাকে সান্ত্বনা দিলেন লিটন Oct 10, 2025
img
‘দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত’ Oct 09, 2025
img
ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ Oct 09, 2025
গাজামুখী জাহাজ আটক, শহিদুল আলমকে নেয়া হচ্ছে ইসরায়েলে Oct 09, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলার মানুষ জানেও না বুঝেও না Oct 09, 2025
খিলক্ষেত ফুটওভার ব্রিজে জীবন ঝুঁকি! Oct 09, 2025
ক্রেডিট কার্ড নিতে লাগবে না আয়কর রিটার্নের প্রমাণপত্র Oct 09, 2025
img
নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প! Oct 09, 2025
img
৫ দাবিতে শুক্রবার সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন Oct 09, 2025
img
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে: নাহিদ Oct 09, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব অনুমোদন Oct 09, 2025
img
এবার শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের Oct 09, 2025